Pele Health Update:ফুটবলের মাঠ থেকে মারণ রোগ, লড়াই জারি পেলের

নিউজ ডেস্ক: ভালো নেই ব্রাজিলের কিংবদন্তী ফুটবলার পেলে। সময় যতই এগোচ্ছে ততই শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। দীর্ঘদিন ধরেই কোলন ক্যান্সারে ভুগছেন তিনি। সম্প্রতি তাঁর মেয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে পেলের শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি লেখেন, পেলে লড়াই চালিয়ে যাচ্ছেন, এবং তিনি পেলেকে নিয়ে আশাবাদী। পেলে ফিরে আসবেন বলেও তিনি জানান। যদিও সত্যিটা সেটা নয়।

ব্রাজিলের সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানা গেছে, পেলের অবস্থার অবনতি হচ্ছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন না তিনি। বিশ্বকাপের সময় পেলে হাসপাতালে ভর্তি হন। বর্তমানে ব্রাজিলের সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন মেডিকেল সেন্টারে ভর্তি রয়েছেন তিনি।

পেলের কন্যা ক্যালি নাসিমেন্ত তাঁর বাবাকে নিয়ে আত্মবিশ্বাসী হলেও পেলের শরীরে ক্যানসার যে গতিতে ছড়িয়ে পড়ছে তাতে অনেকটাই চিন্তিত চিকিৎসক মহল। চিকিৎসায় তেমনভাবে সাড়াও দিচ্ছেননা তিনি। ব্রাজিলের সংবাদমাধ্যমের পক্ষ থেকে জানানো হয়েছে, পেলে ক্যানসারের সঙ্গে লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ছেন। চিকিৎসকরাও পেলেকে নিয়ে আশা ছেড়ে দিচ্ছেন। ক্যানসার অত্যন্ত দ্রুত গতিতে পেলের শরীরে ছড়িয়ে পড়েছে এবং পরিস্থিতি এতটাই গুরুতর যে কোনও ওষুধে কাজ করছে না। আপাতত তাঁকে প্যালিয়েটিভ কেয়ারে রাখা হয়েছে।