ইউ এন লাইভ নিউজ: লোকসভা নির্বাচনের ইতিমধ্যে চার দফার সমাপ্তি ঘটেছে আর বাকি ৩। পঞ্চম দফায় ভোট হবে আরামবাগ, বনগাঁ, ব্যারাকপুর, হাওড়া, উলুবেড়িয়া, শ্রীরামপুর ও হুগলিতে। শনিবার হুগলির প্রার্থী রচনা বন্দোপাধ্যায় তাঁর শেষ প্রচার সারলেন। রাজনীতির আঙিনায় নবীন হলেও রিয়্যালিটি শো-এর সঞ্চালনার সুবাদে মানুষের কথা শোনা, আপদে বিপদে পাশে দাঁড়ানোর অভ্যাস আগে থেকেই ছিল তাঁর। ভোট রাজনীতিতে তাঁর জার্নি মানুষের ভালোবাসায় মোড়া ছিল। কিন্তু, মাঝে মধ্যে ট্রোল বাহিনী টেক্কা দিতে চেয়েছিল। ‘ধোঁয়া ধোঁয়া’ মন্তব্যের ধোঁয়া উড়িয়েও দমানো যায়নি হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দোপাধ্যায়কে। হাসিমুখে সামলেছেন সব সমালোচনা। নিজের কাছে রেখেছেন শুধু মানুষের ভালোবাসা। ২০ মে হুগলিতে ভোট। প্রচারের শেষ দিনে মানুষের হাসি মুখ সম্বল, অকপট স্বীকারোক্তি এই প্রার্থীর।
শনিবার শেষ দিনের প্রচারে বার হয়েছিলেন হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়। এদিন সকালে তিনি পান্ডুয়ার বৈঁচি নুনিয়াডাঙ্গা থেকে একটি রোড শো শুরু করেন। বৈঁচিগ্রাম স্টেশনে তা শেষ হয়। হুডখোলা গাড়িতে জনসংযোগ করেন রচনা। বিকেলে তাঁর প্রচার রয়েছে হুগলি চুঁচুড়া পুরসভা এলাকায়। দেড় মাস ধরে হুগলিতে কার্যত পড়ে রয়েছেন রচনা। এলাকাবাসীর বাড়িতে বাড়িতে গিয়েছেন, কারও বিয়ে বাড়িতে হঠাৎ হাজির হয়ে আশীর্বাদ করে এসেছেন। কথা দিয়েছেন জীবনভর সাধারণ মানুষের পাশে থাকবেন। মানুষের থেকেও এই প্রার্থী সাড়া পেয়েছেন বিস্তর। দিন দুয়েক আগে বৈঁচীতে প্রচারে যাওয়ার কথা থাকলেও তিনি সময়ের অভাবে যেতে পারেননি।
Leave a Reply