Volodymyr Zelensky: `চোখে চোখ রেখে লড়াই’, ২০২২-রটাইম পার্সন অফ দ্য ইয়ার মনোনীত হলেন ইউক্রেন প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক: অসময়ে-দুঃসময়ে পালিয়ে না গিয়ে দাঁতে দাঁত চেপে লড়াই। মুহুর্মুহু রুশ ক্ষেপণাস্ত্র হানার মধ্যেও দেশের মানুষকে সাহস, ভরসা এবং মনোবল জোগানোর আরেক নাম ভ্লাদিমির জেলেনস্কি। রুশ বারুদে তছনছ হয়ে যাওয়া শহরের বুকে দাঁড়িয়ে মৃত্যুভয়কে পরোয়া না করে আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার ক্ষমতাই এবার পেল স্বীকৃতি। টাইম ম্যাগাজিনের ২০২২ সালের সেরা ব্যক্তিত্ব' বাটাইম পার্সন অফ দ্য ইয়ার’-র মর্যাদা পেলেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। স্বীকৃতি পেল তাঁর সঙ্গে লড়াই করে চলা সমগ্র “ইউক্রেনের উদ্যম”।

টাইম ম্যাগাজিনের এডিটর-ইন-চিফ এডওয়ার্ড ফেনসেনস্ট্রাল বলেছে, জেলেনস্কি যেভাবে গোটা বিশ্বে ছাপ ফেলেছেন, তা গত কয়েক দশক ধরে দেখা যায়নি।” রুশ আক্রমণের মধ্যেও জেলেনস্কির কিয়েভে থেকে যাওয়ার সিদ্ধান্তকে টাইম ম্যাগাজিননিয়তি নির্ধারক সিদ্ধান্ত” বলে অভিহিত করা হয়েছে। জেলেনস্কির সঙ্গে প্রাক্তন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানির পার্থক্যও তুলে ধরা হয়েছে। ২০২১ সালের অগস্টে তালিবান যোদ্ধারা আফগানিস্তান দখল করার সময় পালিয়ে গিয়েছিলেন ঘানি।

জেলেনস্কির নাম ঘোষণা করার পর ফেনসেনস্ট্রাল তাঁর টুইটারে টুইট করে লিখেছেন, “২৪ ফেব্রুয়ারি থেকে রুশ আক্রমণের কয়েক সপ্তাহের মধ্যে, কিয়েভ থেকে না পালিয়ে, সেখানে থেকে যাওয়া এবং প্রতিরোধ বাহিনীকে যাবতীয় সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নেন জেলেনস্কি। এক নিয়তি নির্ধারক সিদ্ধান্ত। ২৫ ফেব্রুয়ারি তিনি প্রথম ৪০ সেকেন্ডের ইনস্টাগ্রাম পোস্ট করেছিলেন। সেই ভিডিয়োতে দেখা গিয়েছিল, তাঁর মন্ত্রিসভা এবং সুশীল সমাজ অক্ষত রয়েছে। তারপর পার্লামেন্ট, বিশ্বব্যাঙ্ক গ্র্যামি পুরস্কারের মঞ্চে তার দেওয়া বক্তৃতা সর্বত্রই ছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।”

About Saswata Das

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *