নিউজ ডেস্ক: পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়া। এক কট্টরপন্থী সংগঠন। ‘ইসলামি মৌলবাদী শাসন’, নিয়ে যখন গোটা বিশ্ব তোলপাড়, তখনই সব জল্পনার ইতি টেনে ‘নিষিদ্ধ’ হল পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া বা পিএফআই সংগঠন। জঙ্গি-যোগ, সন্ত্রাসমূলক কাজ সহ একাধিক গুরুতর অভিযোগে পিএফআই ছাড়াও নিষিদ্ধ হয়েছে আরও ৮টি সহযোগী সংগঠন। নিষিদ্ধ সংগঠনগুলির মধ্যে উল্লেখযোগ্য হল সিএফআই, অল ইন্ডিয়া ইমাম কাউন্সিল, রিহ্যাব ইন্ডিয়া ফাউন্ডেশন, ন্যাশনাল ওমেন্স ফ্রন্ট।
জানা গিয়েছে, বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনেই নিষিদ্ধ করা হয়েছে সংগঠনগুলিকে। আগামী ৫ বছরের জন্য এই নিষেধাজ্ঞা জারি থাকবে, স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর।
স্বরাষ্ট্রমন্ত্রকের বিবৃতি বলছে, ‘পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়া নামক উগ্র মৌলবাদী সংগঠনের সঙ্গে স্টুডেন্টস ইসলামিক মুভমেন্ট অব ইন্ডিয়া, বাংলাদেশের জঙ্গি সংগঠন জামাত-উল-মুজাহিদ্দিন ও সিরিয়ার আইসিস সন্ত্রাসবাদী সংগঠনের যোগ পাওয়া গিয়েছে। দেশবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার প্রমাণের ভিত্তিতেই এই সংগঠনকে নিষিদ্ধ বলে ঘোষণা করা হচ্ছে।’
সম্প্রতি, সারা দেশজুড়ে পিএফআই সংগঠনের বিরুদ্ধে বড় অভিযান চালায় কেন্দ্র। ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি ও এনফোর্সমেন্ট ডিরেক্টরেট যৌথ অভিযান চালায় দেশের ১৫টি রাজ্যে। তামিলনাড়ু, কেরল, কর্নাটক, অন্ধ্র প্রদেশ, তেলঙ্গানা, পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যের মোট ৯৩টি জায়গায় তল্লাশি অভিযান চালায় দুই কেন্দ্রীয় বাহিনী। বেআইনি কার্যকলাপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে পিএফআই নেতা-সমর্থক মিলিয়ে শতাধিক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এরপর গতকালও ফের দেশের একাধিক প্রান্তে পিএফআই সংগঠনের বিরুদ্ধে অভিযান চালানো হয়। গ্রেফতারও করা হয় একাধিক শীর্ষ নেতাকে।