নিউজ ডেস্ক: একশো দিনের কাজ ও গ্রামোন্নয়নের বকেয়া টাকা নিয়ে কেন্দ্র রাজ্য দ্বন্দ্ব চরমে। রাজ্য সরকারের পক্ষ থেকে বহুদিন ধরেই অভিযোগ করা হচ্ছিল, একশো দিনের কাজের কোটি কোটি টাকা আটকে রেখেছে মোদি সরকার। এই নিয়ে একাধিক বার রাজ্য চিঠি দিয়েছে কেন্দ্রকে। এবার পাওনা টাকা আদায় করতে হাইকোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি। সমিতির পক্ষ থেকে দাবি করা হয়েছে, এখনো পর্যন্ত একশো দিনের কাজের মজুরি বাবদ প্রায় সাত হাজার কোটি টাকা বকেয়া আছে। ফলে থমকে আছ গ্রামন্নয়েনের কাজ।
বকেয়া টাকা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রীকে। কেন্দ্র সেই টাকা মেটানোর প্রতিশ্রুতি দিয়েছিল। তবে বেশ কিছু শর্তও দিয়েছিল। সেই শর্ত রাজ্য মেনে নিলেও এখনো টাকা মেটায়নি কেন্দ্র।
আরও পড়ুন: ডেঙ্গি ইস্যুতে উত্তাল কলকাতা পুরসভা, মেয়রের দফতরের সামনে বিক্ষোভ
কৃষিমন্ত্রী প্রদীপ মজুমদার দিল্লিতে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে বৈঠক করে বকেয়া টাকা দ্রুত পাঠানোর কথা জানিয়েছেন। তারপরেও একশো দিনের টাকা দেয়নি কেন্দ্র। সমিতি জানিয়েছে, ১১ মাস ধরে মজুরির টাকা না পাওয়ায় শ্রমিকদের জীবন ও জীবিকার ওপর প্রভাব পড়েছে। এদিকে রাজ্য ও কেন্দ্র দুই সরকারই টাকা মেটানোর কোনও উদ্যোগ নিচ্ছে না। তাই শ্রমিকদের ন্যায্য পাওনার দাবিতে আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য ক্ষেত মজুর সমিতি। এবার আদালত কী পদক্ষেপ নেয় সেদিকেই তাকিয়ে আছে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি।
Leave a Reply