অহনা ঘোষ: শরীরে কিছু বিশেষ কারণে জন্ম নেয় স্ট্রেচ মার্ক। অধিকাংশ মানুষের জীবনেই একবার না একবার স্ট্রেচ মার্কের সমস্যা আসে। একে সমস্যা বলার কারণ, এই দাগগুলি মানুষকে অস্বস্তিতে ফেলে। মহিলাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি পরিমাণে দেখা যায়। আপনিও নিশ্চয়ই স্ট্রেচ মার্ককে নিয়ে সমস্যায় পড়েছেন? কিন্তু অনেক টোটকা পেলেও, স্ট্রেচ মার্ক মোছার কোনও টোটকা আপনার জানা নেই। তবে আপনাদের জানাবো এই দাগ মোছার ব্যাপারে কিছু ঘরোয়া সমাধান।
সাধারণত স্ট্রেচ মার্ক শরীরের ঢাকা অংশে জন্ম নেয়। শারীরিক কারণে জন্ম নেওয়া এই দাগ খুবই স্বাভাবিক ভাবে তৈরি হয়। বিশেষ করে, মহিলাদের প্রেগনেন্সির সময়, বা শরীরে হঠাৎ করে মেদ এলে এই দাগের উৎপত্তি হয়। এই মার্কগুলি বেশিরভাগ বুকে, পেটে, থাইতে দেখা যায়। আসুন জেনে নিই কীভাবে সারাবেন আপনার শরীরের স্ট্রেচ মার্ক!
আরও পড়ুন: পার্লারে না গিয়ে বাড়িতেই করুন বাজিমাত, ত্বকের জেল্লা বাড়াতে রইল ঘরোয়া উপায়
রয়েছে কিছু অতি সাধারণ ঘরোয়া টোটকা।
১) অ্যালোভেরা: আপনার স্ট্রেচ মার্কের জায়গায় অ্যালোভেরা পাতা থেকে জেল বের করে তা লাগিয়ে নিন। ১০-১৫ মিনিট রেখে তা ধুয়ে ফেলুন উষ্ণ গরম জল দিয়ে। এটি আপনার শরীরের পোড়া দাগ, কেটে যাওয়া অংশ বা যেকোনও রকমের দাগ মুছতে খুবই কার্যকর।
২) চিনির দানা: চিনির দানা স্ট্রেচ মার্কের ওপর ভাঙ্গা কোষগুলিকে সারিয়ে তোলে। আধ কাপ চিনির সঙ্গে এক চামচ নারকেল তেল মিশিয়ে তা লাগিয়ে নিন স্ট্রেচ মার্কে। ফলাফল পাবেন হাতেনাতে।
৩) ভিটামিন ই: এতে রয়েছে স্ট্রেচ মার্কের কোলাজেন বুস্টিং ক্ষমতা, যা আপনার শরীরকে দাগ না ফেলে(ফাটিয়ে না দিয়ে) সহজেই প্রসারিত হতে দেয়।
আরও পড়ুন: ঘরোয়া পদ্ধতিতে সারিয়ে ফেলুন পায়ের ফোসকা, নতুন জুতো পড়ুন সানন্দে
৪) ডিম: এর মধ্যে থাকা অ্যামিনো অ্যাসিড ক্ষতিগ্রস্ত ত্বক নিরাময় করে। একটি ডিম নিয়ে তা ফাটিয়ে সাদা অংশের থেকে কুসুম আলাদা করুন। ডিমের সাদা অংশের সঙ্গে গুঁড়ো করা একটি ভিটামিন ই ট্যাবলেট মিশিয়ে, তা লাগাতে পারেন আপনার স্ট্রেচ মার্কে।
তবে আর দেরি নয়। এই টোটকায় কোনও অতিরিক্ত ক্ষতিকারক দিক নেই। ফলে এগুলি আপনি ব্যবহার করতে পারেন নিশ্চিন্তে। তাই এগুলো ব্যবহার করুন, আর মুক্ত হন স্ট্রেচ মার্কের অস্বস্তি থেকে।
Leave a Reply