নিউজ ডেস্ক: রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মধ্যেই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভূয়সী প্রশংসা করলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সম্প্রতি মস্কোর ভালদাই ডিসকাসন ক্লাবের ১৯ তম বাৎসরিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন পুতিন। সেখানেই ভারত-রাশিয়ার সম্পর্ক নিয়ে কথা বলতে গিয়ে পুতিন বলেন, নরেন্দ্র মোদি একজন প্রকৃত দেশপ্রেমিক। তাঁর নেতৃত্বে ভারতে অনেক কাজ হয়েছে।
মোদির স্বাধীন বিদেশ নীতির প্রশংসা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট। পাশাপাশি, স্বাধীনতার পর ভারত যে উন্নতি করেছে তারও প্রশংসা করেন পুতিন। তিনি বলেন, “দেড়শো কোটি মানুষের দেশে এই হারে উন্নয়ন সকলের সম্মান ও প্রশংসা জিতে নিয়েছে। মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ র আইডিয়া অর্থনৈতিক এবং নীতিগতভাবে উল্লেখযোগ্য। পৃথিবীর সবথেকে বড় গণতন্ত্র হওয়ার জন্য ভারতের গর্ববোধ করা উচিত।”
মোদির প্রশংসা করলেও পাশ্চাত্যের অন্যান্য দেশগুলির নিন্দা করতে ছাড়েননি। তিনি বলেন, ওরা ‘নোংরা খেলা’ খেলছে। এই বিশ্বে খুব তাড়াতাড়ি ক্ষমতার নতুন কেন্দ্র তৈরি হবে। পশ্চিমীরা এবার সাম্যের কথা বলতে শুরু করবে। ওরা যেভাবে ওদের সবকিছু সারা বিশ্বের ওপর চাপিয়ে দেয়, সেই বিষয়টিকে সমূলে উপড়ে ফেলতে হবে। ভবিষ্যত আমাদের সকলের।’
আরও পড়ুন: গুজরাট নির্বাচন: রবিবার ২২ হাজার কোটির প্রকল্প উদ্বোধন করবেন মোদি
পুতিনের এই বক্তব্যের পরই বিশেষজ্ঞরা মনে করছেন, সাম্প্রতিক ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতেই আমেরিকার উদ্দেশ্যে পুতিন এই মন্তব্য করেছেন।