দীপাবলির উপহার, ১৬,০০০ কোটি টাকা পাচ্ছেন কৃষকরা, জানেন কেন?

নিউজ ডেস্ক : দীপাবলির আগে কৃষকদের মন জয়ে বড় পদক্ষেপ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলনের মঞ্চ থেকে কিষাণ সম্মান নিধি প্রকল্পের ১২ তম কিস্তি প্রকাশ করেছেন নমো। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি প্রকল্পের সঙ্গে যুক্ত ১১ কোটিরও বেশি সুবিধাভোগী কৃষকদের অ্যাকাউন্টে প্রায় ১৬ হাজার কোটি টাকা পাঠানো হয়েছে।

প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলন ২০২২

দিল্লির পুসা ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান সম্মেলন ২০২২’। দুদিনব্যাপী এই অনুষ্ঠানের প্রথম দিনেই প্রধানমন্ত্রী, কৃষকদের অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির টাকা স্থানান্তর করেছেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং রাসায়নিক ও সার মন্ত্রী মনসুখ মান্ডব্য।

PM-KISAN প্রকল্পের সুবিধা

প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি (PM-KISAN)-এর অধীনে, কৃষকদের প্রতি চার মাস অন্তর ২,০০০ টাকা করে তিনটি কিস্তি অর্থাৎ বছরে মোট ৬,০০০ টাকা আর্থিক সুবিধা প্রদান করা হয়। ২০১৯ সালের ফেব্রুয়ারি থেকে এই স্কিমের মাধ্যমে সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হয় টাকা।

আরও পড়ুন : আরএসএসের ঘাঁটিতেই ধাক্কা বিজেপির, পঞ্চায়েত সমিতি নির্বাচনে জয় কংগ্রেসের