নিউজ ডেস্ক: নিরাপত্তা বলয়ে মোড়া গোটা হাওড়া স্টেশন চত্বর। প্রস্তুতি পর্ব ইতিমধ্যেই শেষ হওয়ার পথে। শেষ মুহূর্তের কিছু কাজ চলছে। এখন শুধু বাংলায় দেশীয় প্রযুক্তিতে তৈরি দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেনের (বন্দে ভারত) চাকা গড়ানোর অপেক্ষা। ৩০ সেপ্টেম্বর এই বন্দে ভারতের আনুষ্ঠানিক সূচনা করতে কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আনুষ্ঠানিক সূচনার পাশাপাশি একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর। জাতীয় গঙ্গা পরিষদের বৈঠকেও যোগ দেওয়ার কথা তাঁর। ওই বৈঠকে উপস্থিত থাকার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও।
বছরের শেষ মাসের ২৭ তারিখে সম্পন্ন হয়েছে সফল ট্রায়াল রান। এবার প্রধানমন্ত্রীর হাতেই শুভ সূচনা হবে বন্দে ভারতের। খুব স্বাভাবিক ভাবেই এই কারণে নিরাপত্তার বলয়ে মুড়ে ফেলা হয়েছে হাওড়া স্টেশন চত্বর। বিশেষ নজরে রাখা হয়েছে ২১,২২,২৩ নম্বর প্ল্যাটফর্ম গুলিকে। ওই তিনটি প্ল্যাটফর্মে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পরিষেবা। শুক্রবার দুপুর দুটোর পর ট্রেন পরিষেবা স্বাভাবিক হবে বলে জানান পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবতী।
পাশাপাশি নতুন করে সেজে উঠছে ইডেন গার্ডেন্স স্টেশন সহ গঙ্গা তীরবর্তী চক্ররেলের স্টেশনগুলি। স্ট্র্যান্ড রোড থেকে সরানো হচ্ছে অপ্রয়োজনীয় হোর্ডিং। তুলে দেওয়া হয়েছে রাস্তার আশেপাশের দোকান।
এক ঝলকে প্রধানমন্ত্রীর সফরসূচি:
- শুক্রবার সকাল ১০টায় কলকাতা বিমানবন্দরে নামবে প্রধানমন্ত্রীর বিশেষ বিমান
- বিমানবন্দর থেকে হেলিকপ্টারে পৌঁছবেন রেস কোর্সে
- আরসিটিসি হেলিপ্যাড থেকে গাড়িতে করে পৌঁছবেন হাওড়া স্টেশন
- সকাল সাড়ে ১০ টায় হাওড়া স্টেশন থেকে বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন
- সকাল ১১ টা নাগাদ হাওড়া স্টেশন থেকে পৌঁছবেন গার্ডেনরিচে ভারতীয় নৌসেনার পূর্বাঞ্চলীয় কার্যালয়ে
- আইএনএস সুভাষে নেতাজির মূর্তিতে শ্রদ্ধা জানানোর কথা রয়েছে
- ‘নমামি গঙ্গে’ এবং ‘ডিডব্লুএস’-এর একটি প্রদর্শনীতে হাজির থাকবেন প্রধানমন্ত্রী
- এরপর ন্যাশনাল গঙ্গা কাউন্সিলের বৈঠকে যোগ দেবেন প্রধানমন্ত্রী, বৈঠকে উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়ও
- দুপুর সোয়া ২টো নাগাদ দিল্লি উড়ে যাবে প্রধানমন্ত্রীর বিমান
Leave a Reply