নিউজ ডেস্ক: দু-দিনে দক্ষিণ ভারতের চারটি রাজ্যে সফর করবেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন। দুদিনের দক্ষিণভারত সফরে প্রায় ২৫ হাজার কোটি টাকারও বেশি মূল্যের প্রকল্পের শিলান্যাস করবেন।
প্রধানমন্ত্রীর এই সফরকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। কারণ একদিকে যেমন আগামী ছয় মাসের মধ্যে কর্ণাটকে বিধানসভা নির্বাচন রয়েছে। অন্যদিকে প্রায় দু-মাস ধরে দক্ষিণ ভারতে কংগ্রেসের ‘ভারত জোড়ো’ যাত্রা চলছে। ইতিমধ্যে কংগ্রেসের এই কর্মসূচি নজর কেড়েছে সমস্ত সংবাদ মাধ্যমের। এই পরিস্থিতিতে সফর করছেন প্রধানমন্ত্রী। একথা টিনি টুইট করেও জানিয়েছেন।
প্রধানমন্ত্রীর দুদিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে। শুক্রবার নরেন্দ্র মোদি দক্ষিণ ভারতের প্রথম বন্দে ভারত এক্সপ্রেসের আনুষ্ঠানিক সুচনা করেন। বেঙ্গালুরুর ক্রান্তিভেরা সাঙ্গোল্লি রায়ান্না রেলওয়ে স্টেশন থেকে পথ চলা শুরু করে চেন্নাই-মাইসুর বন্দে ভারত এক্সপ্রেস। এছাড়াও এদিন প্রধানমন্ত্রী বেঙ্গালুরুর বিধান সৌধে কবি কনকদাসা এবং মহর্ষি বাল্মীকির মূর্তিতে পুষ্পস্তবক দেওয়ার কথা রয়েছে। কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল ২ উদ্বোধন এবং বিমানবন্দরে নাদাপ্রভু কেম্পেগৌড়ার একটি ১০৮ ফুট ব্রোঞ্জের মূর্তি উন্মোচনের কথা আছে।
আরও পড়ুন: কামড় বিতর্ক: মানুষের কামড়েই আহত হয়েছেন অরুণিমা, রিপোর্ট মেডিক্যাল কলেজের
শনিবার অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে ১০ হাজার ৫০০ কোটির বেশি মূল্যের একাধিক প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এছাড়াও তেলেঙ্গানার রামাগুন্ডামে ৯ হাজার ৫০০ কোটি টাকার একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
Leave a Reply