হরিয়ানার ফরিদাবাদে এশিয়ার বৃহত্তম বেসরকারি হাসপাতাল, উদ্বোধন করলেন মোদি

নিউজ ডেস্ক : বুধবার হরিয়ানার ফরিদাবাদে ২৬০০ শয্যা বিশিষ্ট ভারতের বৃহত্তম বেসরকারি মাল্টি-স্পেশালিটি হাসপাতালের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এই হাসপাতালটি ১৩৩ একর জমিতে ৬০০০ কোটি টাকা আনুমানিক ব্যয়ে তৈরি করা হয়েছে। মাতা অমৃতা আনন্দময়ী মঠের সহায়তায় তৈরি হয়েছে অমৃতা হাসপাতাল।

হাসপাতাল উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানিয়েছেন, ‘আধুনিকতা ও আধ্যাত্মিকতার সঙ্গমস্থল এই হাসপাতাল, দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের জন্য সহজলভ্য ও কার্যকর চিকিৎসার মাধ্যম হয়ে উঠবে’। এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হরিয়ানার রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়, মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং মাতা অমৃতানন্দময়ীসহ বিশিষ্ট ব্যক্তিরা।

ফরিদাবাদে নির্মিত এশিয়ার বৃহত্তম বেসরকারি মাল্টি-স্পেশালিটি অমৃতা হাসপাতালে সম্পূর্ণ-স্বয়ংক্রিয় পরীক্ষাগার-সহ রয়েছে অত্যাধুনিক প্রযুক্তিতে চিকিৎসার ব্যবস্থা। আপাতত ৫০০ শয্যা নিয়ে খোলা হয়েছে এই হাসপাতাল। আগামী পাঁচ বছরে পর্যায়ক্রমে সম্পূর্ণরূপে ১৪তলা বিশিষ্ট এই হাসপাতাল চালু হবে। হাসপাতালের ছাদে রয়েছে হেলিপ্যাডও। শুধুমাত্র গবেষণার জন্যই সাত তলা বিশিষ্ট ভবন রয়েছে অমৃতা হাসপাতালে।

অমৃতা হাসপাতালে প্রায় ৮১টি বিশেষ রোগের চিকিৎসা হবে।অনকোলজি, কার্ডিয়াক সায়েন্স, গ্যাস্ট্রো-সায়েন্স, রেনাল সায়েন্স, নিউরোসায়েন্স, অর্থোপেডিকস অ্যান্ড স্ট্রোক, ট্রান্সপ্লান্ট, মা ও শিশুর জন্য বিশেষ বিভাগ তৈরি করা হয়েছে। হাসপাতাল চত্বরে একটি মেডিকেল কলেজ, নার্সিং কলেজ, একটি কলেজ ফর অ্যালায়েড হেলথ সায়েন্সেস, পুনর্বাসন কেন্দ্র রয়েছে। এছাড়াও চার তারা হোটেল এবং রোগীদের পরিবারের সদস্যদের জন্য ৪৯৮ রুম বিশিষ্ট গেস্টহাউস রয়েছে।