ইউ এন লাইভ নিউজ ডেস্ক: সন্দেশখালিকাণ্ডে তোলপাড় রাজ্য। আর এরইমধ্যে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা ভোটের আগে সম্ভবত আরামবাগেই তাঁর প্রথম সভা হতে চলেছে। হুগলির আরামবাগের হাত ধরেই এ রাজ্যে প্রধানমন্ত্রীর প্রথম নির্বাচনী সভা হওয়ার কথা বলে জানা যাচ্ছে। আগামী ১ মার্চ রাজ্যে আসার কথা নরেন্দ্র মোদির। ২ মার্চও সভা করতে পারেন তিনি। নদিয়ার কৃষ্ণনগরে সেদিন সভা করতে পারেন তিনি। এরপর ৬ মার্চ বারাসতে।
এই কেন্দ্রটি বর্তমানে তৃণমূলের দখলে। আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার। তবে পাশের কেন্দ্র, হুগলি বিজেপির শক্ত ঘাঁটি। লকেট চট্টোপাধ্যায় সাংসদ। আর তাই চব্বিশের লোকসভা নির্বাচনে আরামবাগ টার্গেট করেছে বিজেপি। আরামবাগের পর ২ তারিখ কৃষ্ণনগরে সভা করতে পারেন মোদি। আর ৬ তারিখ বারাসতে সভা। ফলে এক সপ্তাহে তিনবার বঙ্গ সফরে মোদি।
এই বিষয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, “এখনও অবধি যে সম্ভাবনা তাতে আগামী ১ মার্চ ও ২ মার্চ উনি আসতে পারেন। দু’টি জায়গায় সভা করতে পারেন তিনি। ৬ মার্চ বারাসতেও তিনি আসবেন। সন্দেশখালির মহিলাদেরও আমরা নিয়ে আসব। প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করাব। প্রধানমন্ত্রীর সভাতে ওনারা থাকবেন। আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন ওনারা। বলেছেন, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চান। প্রধানমন্ত্রীর কাছে আমরা ওনাদের কথা পৌঁছে দেব।”
মার্চ মাসেই সম্ভবত লোকসভা ভোটের সূচি ঘোষণা হতে চলেছে। এপ্রিলের শুরুতেই ভোট আসন্ন। তার আগে থেকে প্রচারের দামামা বাজাতে চলেছে সমস্ত রাজনৈতিক দল। একদিকে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় জেলায় জেলায় ঘুরে সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান অনুষ্ঠানগুলির মধ্যে দিয়ে একপ্রকার শুরু করেছেন। আরেকদিকে বিজেপিও হেভিওয়েটদের দিয়ে প্রচার শুরু করছে। মার্চ পড়তেই তা শুরু হচ্ছে। একেবারে প্রধানমন্ত্রীকে দিয়েই হাইভোল্টেজ প্রচারের সূচনা করছে বঙ্গের গেরুয়া ব্রিগেড।
Leave a Reply