নিউজ ডেস্ক: ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংহের ভাই সঞ্জয় সিংহকে শুক্রবার গ্রেফতার করল জগদ্দল থানার পুলিশ। উত্তর ২৪ পরগনার এক ব্যাটারি কারখানায় শাসকদলের সংগঠনের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্বের পরেই এই গ্রেফতারি বলে জানা গেছে। সঞ্জয় সিং নিজেকে তৃণমূল নেতা বলে দাবি করেছেন। যদিও তৃণমূলের একাংশ সঞ্জয় সিংয়ের দাবি অস্বীকার করেছে। তৃণমূলের দাবি ব্যারাকপুরের সাংসদের ভাই বিজেপিতে রয়েছেন। তিনি ওই ব্যাটারি কারখানার স্থায়ী মোর্চার সভাপতি। তাঁর গ্রেফতারির প্রতিবাদে ঘোষপাড়া এলাকায় পথ অবরোধ করেন তৃণমূল কর্মী সমর্থকরা। এই বিষয়ে মুখ খুলতে চাননি ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
সূত্রের খবর, বৃহস্পতিবার রাত থেকেই ওই ব্যাটারি কারখানায় উত্তেজনা ছড়ায়। দু-পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওই ঘটনায় নাম জড়ায় সঞ্জয় সিংয়ের। সঢ্জয়ের অভিযোগ, তিনি সংশ্লিষ্ট ব্যাটারি কারখানার শ্রমিকদের স্বার্থে কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়েছিলেন। আর তাতে বাধা দেয় সোমনাথ শ্যাম গোষ্ঠীর লোকজন। পুলিশের কাছে তাঁরা মিথ্যা অভিযোগ করে তাঁকে গ্রেফতার করিয়েছেন।
জগদ্দলের বিধায়ক সোমনাথের দাবি, পুলিশ পুলিশের কাজ করছে। সোমনাথের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন তিনি।
Leave a Reply