নিউজ ডেস্ক: গরুপাচার কাণ্ডে অভিযুক্ত অনুব্রত মণ্ডলের দিল্ল যাত্রায় তৈরি হয়েছে ফের জটিলতা। তাঁর নিরাপত্তার ব্যবস্থা করতে পারবে না আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট। ইডিকে সে কথা জানিয়ে দিয়েছে জেল কর্তৃপক্ষ।
শনিবার বিকেলে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় সরকারের অধীনস্থ কোনও হাসপাতালে অনুব্রতর স্বাস্থ্য পরীক্ষা করে ইডিকে সার্টিফিকেট হাতে পেতে হবে। তারপরেই দিল্লিতে নিয়ে য়াওয়া যাবে অনুব্রতকে। বিমানেও থাকবেন একজন মেডিক্যাল অফিসার। হাইকোটের অর্ডার কপি ইডি পাঠিয়ে দিয়েছিল জেল কর্তৃপক্ষকে।
রবিবার পুলিশ বাহিনী চেয়ে রিকুইজিশন পাঠানো হয়েছিল আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটকে। কিন্তু কোনও তৎপরতা দেখা যায়নি। দীর্ঘক্ষণ কেটে যাওয়াযর পরেও পুলিশ কোনও তৎপরতা না দেখানোয় ইডি জেল কর্তৃপক্ষকে মোট তিনবার ইন্টিমেশন দেয়। জেল কর্তৃপক্ষকে ইডি জানায়, রাজ্য পুলিশ নিয়ে য়াতে না পারলে তৈরি আছে ইডির আধিকারিকরা।
আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেট জানায় নিরাপত্তা দিতে না পারার কথা জেল কর্তৃপক্ষকেও জানিয়ে দেওয়া হয়েছে। বলা হয়, কেন্দ্রীয় হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুলিশ অনুব্রত মণ্ডলকে নিরাপত্তা দিতে পারবে না। আসানসোল থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যেতে চাইলে কেন্দ্রীয় বাহিনীকে ইডি কাজে লাগাক। এর ফলে স্বাভাবিকভাবেই অনুব্রত মণ্ডলের দিল্লি যাত্রা নিয়ে জটিলতা তৈরি হয়।
Leave a Reply