ইউ এন লাইভ নিউজ: ছাত্র সমাজের ডাকে মঙ্গলবার নবান্ন অভিযানকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল হাওড়া সাঁতরাগাছি কোণা এক্সপ্রেস সহ বিস্তীর্ণ এলাকা, বাদ পড়েনি কলেজ স্কোয়ারও। পুলিশকে লক্ষ্য করে ছোড়া হল এলোপাথাড়ি ইট পাটকেল। বিক্ষোভকারীদের ইটের ঘায়ে একজন জওয়ান সহ বেশ কয়েকজন পুলিশ কর্মীর মাথায় আঘাত লাগে। হাওড়ার সাঁতরাগাছিতে পুলিশের ব্যারিকেড আন্দোলনকারীরা ভেঙে দিলে পুলিশ প্রথমে লাঠিচার্জ করে তারপর জল কামান থেকে জল ছুঁড়তে শুরু করে।
এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদোনে গ্যাসের সেল ফাটাতে শুরু করে। পুলিশ লাঠিচার্জ করতে থাকে বেধড়ক। অপরদিকে হাওড়া ব্রিজে ও আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশ জল কামান ব্যবহার করতে শুরু করে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ কাঁদনে গ্যাসের সেল ছুঁড়তে শুরু করে।
পুলিশের সঙ্গে হাওড়ার সাঁতরাগাছি কোণা এক্সপ্রেসওয়ে এবং কলকাতার কলেজ স্ট্রিট ও হাওড়া ব্রিজে সংঘর্ষ শুরু হয়ে যায় আন্দোলনকারীদের। যানবাহন চলাচল হাওড়া ব্রিজ সহ বিস্তীর্ণ এলাকায় বন্ধ হয়ে যায়। একপ্রকার বনধের চেহারা নয় বড়বাজার, পোস্তা সহ বিস্তীর্ণ এলাকা। বারে বারে পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করে আন্দোলনকারীরা। ব্যস্ত মঙ্গলবার কলকাতার বিস্তীর্ণ অঞ্চলে রণক্ষেত্রের রূপ নেয়।
Leave a Reply