অভিষেকের সভা, ডিএ আন্দোলনকারীদের মাঠ ফাঁকা করার আবেদন পুলিশের, পাল্টা চিঠি পুলিশকেই

নিউজ ডেস্ক: চলতি মাসের ২৯ তারিখ ধর্মতলায় তৃণমূল ছাত্র ও যুবদের সমাবেস রয়েছে। সেই সভায় উপস্থিত থাকবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই ওই দিন ময়দানে ধরনা বন্ধ রাখার আবেদন জানিয়েছে কলকাতা পুলিশ। নিরাপত্তা ও আইনশৃঙ্খলার কথা ভেবে সেদিন ডিএ আন্দোলনকারীদের ধরনা প্রত্যাহার করার আরজি জানানো হয়েছে। তবে সেই আরজি মানতে নারাজ আন্দোলনকারীরা।

২৯ মার্চ ধর্মতলায় তৃণমূল ছাত্র ও যুবদের সমাবেশে বক্তব্যও রাখবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভা হবে শহিদ মিনারে। স্বাভাবিকভাবেই ওইদিন বিপুল জনসমাগম হবে বলে মনে করছে রাজনৈতিক মহল। সেই কথা মাথায় রেখেই বুধবার সন্ধ্যায় ডিএ আন্দোলনকারীদের একটি ইমেল করা হয়েছে ডিসি সাউথের অফিস থেকে। পুলিশ সূত্রে খবর ওই মেলেই, পুলিশ ২৯ মার্চ ডিএ আন্দোলনকারীদের ধরনা স্থগিত রাথার আরজি জানিয়েছে।

সূত্রের খবর, পুলিশের আবেদন মানেনি ডিএ আন্দোলনকারীরা।  তাঁদের দাবি, আদালতের অনুমতি নিয়ে ধরনা দিচ্ছি। আমরা কেন ধরনা স্থগিত রাখব? পুলিশ বুঝুক কীভাবে নিরাপত্তা দেবে। ময়দানে অন্য কোনও রাজনৈতিক দলকে কর্মসূচির অনুমতি দেবে কি না সেটাও পুলিশ দেখুক। আমাদের কেন সরতে বলা হচ্ছে? পালটা নিরাপত্তার অভাব নিয়ে পুলিশকে একটি চিঠি দিচ্ছেন ডিএ আন্দোলনকারীরা।