নিউজ ডেস্ক: সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় আই লাভ কেওড়াতলা লেখা একটি পোস্ট ভাইরাল হয়েছিল। তারপরেই রাজ্য-রাজনীতিতে শোরগোল পড়ে যায়। তোলপাড় হয় নেট দুনিয়াও। শশ্মানে সরকারের এই ধরনের কর্মসূচি নিয়ে অনেকেই মমতা বন্দ্যোপাধ্যায় ও তাঁর সরকারের তীব্র নিন্দা করেন। এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী নিজেও। তারপরেই তিনি বলেন ভুয়ো খবর ছড়ালো কড়া ব্যবস্থা নেবে প্রশাসন। তারপরেই দুজনকে নোটিস ধরাল কলকাতা পুলিশ। ওই দুজেনের প্রফাইল ব্যবহার করেই কেওড়াতলা মহাশশ্মান নিয়ে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট হয়েছিল। কে এই পোস্টটি তৈরি করেছে তার খোঁজ করছে লালবাজার।
কলকাতা পৌরসভার ৮৮ নম্বর ওয়ার্ডে রয়েছে কেওড়াতলা শশ্মান। ওই ওয়ার্ডের কাউন্সিলর মালা রায় নিজেই জানিয়েছেন, শশ্মানে এই ধরনের কোনও কাজ হয়নি। সোশেযাল মিডিয়ায় যে ওই পোস্টটি করেছে তাকে চিহ্নিত করা গিয়েছে। পুলিশ ব্যবস্থা নিচ্ছে। সরকারকে কুৎসা করতে গিয়ে এই ধরনের পোস্টের তীব্র নিন্দা করে মুখ্যমন্ত্রীও বিষয়টি তদন্ত করে দেখতে কলকাতা নগোরপালকে নির্দেশ দিয়েছিলেন। কলকাতা পুরসভার পক্ষ থেকেও টালিগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
ভুয়ো পোস্টটি যাতে সরিয়ে নেওয়া হয়, তার জন্য লালবাজার ফেসবুক কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যারা এই ধরনের ভুয়ো পোস্ট ছড়িয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে লালবাজার।
লালবাজার সূত্রে খবর, সোশ্যাল সাইটে কেওড়াতলা মহাশশ্মান নিয়ে ভুয়ো পোস্ট করা হয়। যে দুজনের প্রোফাইল থেকে এই পোস্ট করা হয়েছিল চারদিনের মধ্যে তাদের হাজিরা দিতে হবে বলে ই-মেলে নোটিস পাঠিয়েছে লালবাজার।
Leave a Reply