FIFA World Cup 2022:রোনাল্ডোর গোল বিতর্কের মাঝেই,শেষ ষোলোতে পর্তুগাল

স্পোর্টস ডেস্ক: উরুগুয়ের সঙ্গে ম্যাচ শেষ। দল ২-০ গোলে জিতে শেষ ১৬ দলে জায়গা নিশ্চিত করে ফেলেছে। ম্যাচের শেষে পর্তুগাল মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ বলে গেলেন, প্রথম গোলটি রোনাল্ডোরই। কিন্তু সরকারি ঘোষণায় গোলটি তাঁর নামে লেখা হয়ে গেল!

কেন এমনটা বললেন ব্রুনো?

ম্যাচের প্রথম অর্ধ গোলশূন্য অবস্থায় শেষ হয়। পরের অর্ধ শুরু হতেই ৯ মিনিটের মাথায়, ব্রুনো বিপক্ষের গোল লক্ষ্য করে একটি ক্রস সেন্টার পাঠান। বলটিতে নজর ছিল সকলের। বলের গতি মেপে রোনাল্ডো হেড করতে ওঠেন। কিন্তু বল তাঁর মাথার ছোঁয়া না পেয়েই (সরকারি ঘোষণা অনুযায়ী) সোজা গোলে চলে গিয়েছিল জালে। পর্তুগাল প্রথম গোলটি পেয়ে যায়। উরুগুয়ে গোলকিপার পর্যন্ত নজরে রেখেছিলেন রোনাল্ডোকে। তিনিও রোনাল্ডোর স্পট জাম্পে বিভ্রান্ত হয়ে গিয়েছিলেন।

https://twitter.com/sohailkhan2005/status/1597408719385817088?t=QW1PoTB4ZvJisUev6Vxpcg&s=19

আবার গোলটি হতেই রোনাল্ডো নিজের স্টাইলে গোল সেলিব্রেশনের মেতে ওঠেন। সতীর্থরা তাঁকে আঁকড়ে ধরে আনন্দে মাতেন। কিন্তু স্টেডিয়ামের লাউডস্পিকার আর ডিজিটাল বোর্ডে যখন জানেন গোলটি তাঁর নয়, নিজেই হেসে ফেলেন।

তাই হয়তো ব্রুনো ফার্নান্দেজকে ম্যাচের শেষে বলতে শোনা গেল,’ আমারও মনে হয়েছিল ক্রিশ্চিয়ানোর মাথা ছুঁয়ে বল জালে গেছে। আমি তো তারই জন্য বলটা সেন্টার করেছিলাম। যাই হয়ে যাক, আমরা পরের রাউন্ডে খেলা নিশ্চিত করে ফেলেছি। আর এক কঠিন প্রতিপক্ষের বাধা টপকে সেটা হয়ে গেছে।’

পর্তুগালের পরপর দুটি ম্যাচে জয় এসে গেছে। এই ম্যাচের আগেই রোনাল্ডো বাহিনী ঘানাকে ৩-২ গোলে হারিয়েছিল আগের সপ্তাহে। আর উরুগুয়ের কাছে হেরেই ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপে বিদায় নিয়েছিল পর্তুগাল।

এই ব্রুনো ফার্নান্দেজ আর রোনাল্ডো আগের সপ্তাহেও একসঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলেছেন। ম্যাচের অতিরিক্ত সময়ে নিজের আর দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন ব্রুনো পেনাল্টি থেকে। রোনাল্ডো, তখন মাঠে থাকলে হয়তো এই পেনাল্টি তিনিই নিতেন। সি আর সেভেন কে বিশ্রাম দিতে তুলে নিয়েছিলেন কোচ।

পর্তুগালের পরের ম্যাচ শুক্রবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে। নক আউট পর্যায়ে খেলা নিশ্চিত হতে হয়তো কোচ ফার্নান্দো সান্তোস দলের প্রথম একাদশের প্লেয়ারদের বিশ্রাম দিতে পারেন। রোনাল্ডোদের পরিকল্পনায় থাকবে হয়তো পরের পর্বে ব্রাজিলের সঙ্গে না খেলা। তারজন্য এই গ্রুপের পয়লা নম্বর জায়গাটা পর্তুগালকে নিতে হবে।

ব্রাজিল দুটি ম্যাচ জিতে গ্রুপ জিতে শীর্ষ স্থান পেতে চলেছে। সেক্ষেত্রে এইচ গ্রুপের ( পর্তুগাল গ্রুপ) রানার্স আপ দলের বিপক্ষে খেলতে নামবে। পরিস্থিতি বলছে, এখনই মুখোমুখি হচ্ছে না ব্রাজিল-পর্তুগাল।

ছবি: সৌ টুইটার।