Post Office Recruitment 2023 : অষ্টম শ্রেণী পাশ যোগ্যতায় ভারতীয় ডাক বিভাগে মোটা অংকের বেতনে বিপুল শূন্য পদে কর্মী নিয়োগ! বিস্তারিত জানুন

 

 

রাজ্যে সকল বেকার চাকরি প্রার্থীদের জন্য সুখবর। এবার ভারতীয় ডাক ব্যবস্থা অর্থাৎ পোস্ট (Post Office) অফিসে চাকরির সুবর্ণ সুযোগ। এই মর্মে গত কয়েকদিন আগে ভারত সরকারের যোগাযোগ মন্ত্রকের অধীনে ডাক বিভাগ অর্থাৎ পোস্ট অফিস দফতর মারফৎ কর্মী (Recruitmeent) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তবে এ ক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। পাশাপাশি গোটা দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। নিযুক্ত হওয়া কর্মীকে ভারতীয় ডাক বিভাগের গ্রুপ ‘সি’ কর্মী হিসাবে কাজ করতে হবে। চলুন তাহলে আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক।

 

• শূন্য পদের বিবরণ :-

 

এই নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে নিযুক্ত কর্মীকে ভারত সরকারের সাধারণ ডাক (General Central Service, Group- C) বিভাগে গ্রুপ সি কর্মী হিসাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে একাধিক ট্রেডে শূন্য পদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে। যেমন ,

 

(১) পদের নাম- ‘মোটর মেকানিক’ (mechanic- motor vehicle)

 

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ৩ টি।

 

(২) পদের নাম- ‘মোটর ভেইকেল ইলেক্ট্রিশিয়ান’ (Electrician- motor veehicle)

 

শূন্যপদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ২ টি।

 

(৩)পদের নাম – ‘ওয়েল্ডার’ (Welder)

 

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি।

 

(৪) পদের নাম- ‘টায়ার ম্যান’ (Tyreman )

 

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি।

 

(৫) পদের নাম- ‘টিন স্মিথ’ (Tinsmith)

 

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি।

 

(৬) পদের নাম- ‘পেইন্টার’ (Painter)

 

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি।

 

(৭) পদের নাম- ‘ব্ল্যাক স্মিথ’ (Black Smith)

 

শূন্য পদ – উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি।

 

• আবেদন পদ্ধতি :-

 

পোস্ট অফিস বা ভারতীয় ডাক বিভাগ মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,

 

১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

 

২. এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।

 

৩. প্রথমে আবেদনকারীকে সাদা কাগজে টাইপ করে আবেদন ফর্মের অনুকরনে একটি বায়োডাটা তৈরি করে নিতে হবে।

 

৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে

 

a. নিজের নাম——————————

 

b. জন্ম তারিখ উল্লেখ করে প্রার্থীর বর্তমান বয়স—-

 

c. লিঙ্গ————————————-

 

d. বর্তমান ও স্থায়ী বাসস্থানের ঠিকানা———-

 

e. শিক্ষাগত যোগ্যতা————————-

 

f. প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা————

 

g. আবেদকারীর সর্বশেষ কাজের যাবতীয় বিবরণ—

 

i. মোবাইল নম্বর————————-

 

j. ইমেল আইডি ————————-

 

k. আবেদকারী প্রার্থীর পিতার নাম————— ইত্যাদি উল্লেখ করতে হবে।

 

সবশেষে আবেদনকারীকে নিজের সই করে নির্দিষ্ট দিনের মধ্যে ডাক বিভাগ মারফৎ সংশ্লিষ্ট আধিকারিকের অফিসে আবেদন পত্রটি জমা করতে হবে। এ ক্ষেত্রে একাধিক পদে আবেদনের জন্য ভিন্ন ভিন্ন আবেদন পত্র জমা করতে হবে।

 

• প্রয়োজনীয় ডকুমেন্টস :-

 

আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউ এবং প্রাসঙ্গিক বিষয়ে ওপর পরীক্ষা দেওয়ার সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল –

 

১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য,

 

২. বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র,

 

৩. বয়সের প্রমানপত্র,

 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র,

 

৫. জাতিগত সংশাপত্রের প্রমান,

 

৬. বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি।

 

• শিক্ষাগত যোগ্যতা :-

 

সংশ্লিষ্ট পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি বা সমতুল পাশ হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অর্থাৎ উল্লেখিত ট্রেডে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে এবং স্বীকৃতি প্রাপ্ত হতে হবে।

 

• বয়স সীমা :-

 

উল্লেখিত যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। অবসর প্রাপ্ত সরকারি কর্মীদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স ৪০ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও ওবিসি এবং তপশিলি জাতী -উপজাতিদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে।

 

• মাসিক বেতন :-

 

সংশ্লিষ্ট ট্রেডে নিযুক্ত কর্মীকে ভারত ডাক বিভাগ মারফৎ প্রতিমাসে 19,900 থেকে 63,200 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। এছাড়াও যাবতীয় সরকারি সুযোগ সুবিধা রয়েছে।

 

• নিয়োগ পদ্ধতি :-

 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রার্থীর জমা করা নথি ভেরিফিকেশন করা হবে। তারপর ইন্টারভিউ হবে। সেখানে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা দেখা হবে। ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।

 

• নিয়োগের স্থান :-

 

উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের ভারতীয় ডাক বিভাগের মুম্বাইয়ের (Mumbai) মুখ্য অফিসে নিয়োগ করা হবে।

 

• আবেদনের সময়সীমা :- ১৩ই মে’ অর্থাৎ 13/05/2023

 

• আবেদন পত্র পাঠানোর ঠিকানা :-

 

THE SENIOR MANAGER, MAIL MOTOR SERVICE, 134-A, SUDAM KALU AHIRE MARG, WORLI, MUMBAI- 400018.