ইউ এন লাইভ নিউজ: নিট বাতিলের দাবিতে মোদিকে চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে নিট (ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট) পরীক্ষা নিয়ে উদ্বেগ প্রকাশ করে মুখ্যমন্ত্রী। নিট পরীক্ষা বাতিল করার এবং আগের ব্যবস্থা ফিরিয়ে আনার দাবিও জানিয়েছেন তিনি। নিট নিয়ে উত্তাল রাজ্য-রাজনীতি! সংসদেও নিট কেলেঙ্কারির আঁচ পড়েছে। প্রশ্নপত্র ফাঁস নিয়ে মোদি সরকারের সমালোচনা করেছে বিরোধী দলগুলি। এসবের মাঝেই মোদিকে নিট বাতিলের দাবী জানিয়ে চিঠি লিখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। পাশাপাশি পুরানো ব্যবস্থা চালুর দাবিতে সোচ্চার হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, ‘অবিলম্বে নিট বাতিল করা উচিত এবং পুরানো সিস্টেমকে অবিলম্বে কার্যকর করা উচিত’। চিঠিতে মমতা আরও লিখেছেন, ‘নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, পরীক্ষায় দুর্নীতি, কর্মকর্তাদের ঘুষ নেওয়া, শিক্ষার্থীদের গ্রেস মার্ক দেওয়া ইত্যাদি নিয়ে গুরুতর অভিযোগ সামনে এসেছে। এই অভিযোগগুলির অবিলম্বে পুঙ্খানুপুঙ্খ তদন্ত প্রয়োজন। এই ধরণের ঘটনায় লাখ লাখ শিক্ষার্থীর ভবিষ্যৎ বিপন্ন হতে চলেছে। এ ধরনের ঘটনা শুধু দেশের চিকিৎসা পরীক্ষার মান নিয়েই প্রশ্ন তোলে না পাশাপাশি দেশের স্বাস্থ্যসেবার ওপরও বিরূপ প্রভাব ফেলে।’
মমতা বন্দোপাধ্যায় চিঠির মাধ্যম্যে দাবি জানিয়েছেন, ‘নিট-এর পুরানো পদ্ধতি অবিলম্বে চালু করা উচিত, যার অধীনে রাজ্য সরকার পরীক্ষা পরিচালনা করবে।’ পাশাপাশি ডাক্তারি পরীক্ষার ভর্তিতে প্রতিটি রাজ্যকে যাতে দায়িত্ব দেওয়া হয় সেবিষয়েও প্রধানমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তিনি। চিঠিতে তিনি বর্তমান ব্যবস্থাকে গণতান্ত্রিক কাঠামোর লঙ্ঘন বলেও উল্লেখ করেছেন। বাংলার মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেছেন যে বর্তমান ব্যবস্থা দুর্নীতির সঙ্গে আপস করছে। দরিদ্র ও মধ্যবিত্ত শিক্ষার্থীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও উল্লেখ করেন তৃণমূল সুপ্রিমো। এনটিএ পরিচালিত নিট পরীক্ষায় কারচুপির অভিযোগে উত্তাল রাজ্য-রাজনীতি। নিট প্রশ্নপত্র ফাঁস মামলায় কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে। নিট প্রশ্ন ফাঁসের তদন্ত করছে সিবিআই।
Leave a Reply