আন্তর্জাতিক নারী দিবসে শুভেচ্ছা রাজ্যের মুখ্যমন্ত্রী ও দেশের রাষ্ট্রপতির

নিউজ ডেস্ক: বুধবার আন্তর্জাতিক নারী দিবসে প্রত্যেক মহিলাকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাজ পরিবর্তনে উল্লেখযোগ্য ভূমিকা নেওয়ার বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি।

এদিন রাষ্ট্রপতি ট্যুইট করে লেখেন, “আমি প্রত্যেক নারীকে বলব কিছু বদল করুন। সে বদল হতে পারে পরিবারে, প্রতিবেশীদের মধ্যে কিংবা কর্মক্ষেত্রে। যেকোনও পরিবর্তন প্রত্যেক মহিলাদের মুখে হাসি ফোটাবে। জীবনে আরও এগিয়ে যেতে সাহায্য করবে। সকলের কাছে এটাই আমার ঐকান্তিক অনুরোধ।”

বুধবার সকালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেসবুকে একটি পোস্ট করে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লেখেন, “নারীর অধিকার আমাদের অঙ্গীকার।”

পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের জন্য কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার-এর মতো একাধিক প্রকল্প নিয়েছে। এরফলে মহিলারা যে যথেষ্ট উপকৃত হয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই।