President Draupadi Murmu: ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্যে যোগ দেবেন ভারতের রাষ্ট্রপতি

নিউজ ডেস্ক: ১৯ সেপ্টেম্বর, আগামী সোমবার ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য। রানির মৃত্যুতে গত রবিবার দেশে জাতীয় শোক ঘোষণা করা হয়েছিল। রানির মৃত্যুর পর আনুষ্ঠানিকভাবে রাজার দায়িত্ব নিয়েছেন তৃতীয় চার্লস। ভারতের তরফে রানির শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেপ্টেম্বরের ১৭ থেকে ১৯ তারিখ অবধি লন্ডনে থাকবেন তিনি।

রাষ্ট্রপতির পাশাপাশি, রানির শেষকৃত্যের আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদীও। তবে, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এসসিও বৈঠকে যোগ দিতে উজবেকিস্তানের সমরকন্দে থাকার সম্ভাবনাই বেশি প্রধানমন্ত্রীর।

এছাড়াও রানিকে শেষ বিদায় জানাতে সোমবার (১৯ সেপ্টেম্বর) লন্ডনে হাজির থাকবেন ১০০ জন রাজা-রানি ও রাষ্ট্রনেতা। পশ্চিম লন্ডনের এক অজ্ঞাত স্থান থেকে তাঁদের সকলকে ওয়েস্টমিনস্টার অ্যাবিতে নিয়ে আসার জন্য থাকছে বিশেষ বাসের ব্যবস্থা। নিরাপত্তাজনিত কারণে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁ, ইজরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ এবং জাপানের সম্রাট নারুহিতোর জন্য আলাদা গাড়ির ব্যবস্থা থাকবে, সংবাদমাধ্যম সূত্রের খবর।

আরও পড়ুন: আমায় জামিন দিন, বাঁচতে দিন, বলেই কেঁদে ফেললেন পার্থ

দীর্ঘ ৭০ বছরের শাসনকালের অবসানের পর ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে জীবনাবসান ঘটে রানি দ্বিতীয় এলিজাবেথের। তাঁর সময়কালে আরও দৃঢ়তা পেয়েছে ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্ক। রানির দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীব ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোকপ্রকাশ করেছিলেন। রানির মৃত্যুর পর ১২ সেপ্টেম্বর দিল্লির ব্রিটিশ হাই কমিশনে গিয়ে ভারত সরকারের তরফে রানির উদ্দেশে শ্রদ্ধা নিবেদন করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ১১ সেপ্টম্বর ভারতে জাতীয় শোক পালন করা হয়েছিল।

আরও পড়ুন: দুর্নীতি ইস্যুতে ঝাঁঝ বাড়াবে বিরোধীরা, পাল্টা দিতে প্রস্তুত তৃণমূল কংগ্রেস