নিউজ ডেস্ক: শুরু হয়ে গেছে উৎসবের মরশুম। শনিবার মহাষষ্ঠী। আর এদিনই দাম কমলো ভর্তুকিহীন এলপিজি গ্যাসের। কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম ৩৬.৫০ টাকা কমে দাঁড়াল ১৯৫৯ টাকা। আগে দাম ছিল ১৯৯৫.৫০ টাকা। মুম্বইতে ১৯ কেজি সিলিন্ডারের দাম ৩২.৫ টাকা কমে হয়েছে ১,৮১১.৫০ টাকা। চেন্নাইতে ৩৫.৫ টাকা কমে হয়েছে ২.০০৯.৫০ টাকা।
তবে ভর্তুকিহীন ১৪.২ কেজি সিলিন্ডার বা রান্নার গ্যাসের দাম অপরিবর্তিতই রয়েছে। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, কলকাতায় ভর্তুকিহীন ১৪ কেজি গ্যাস সিলিন্ডারের দাম ১,০৭৯ টাকা। দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে যথাক্রমে ১,০৫৩ টাকা, ১,০৫২.৫ টাকা ও ১,০৬৮.৫ টাকা।
আরও পড়ুন: দেবদারু ফটক: প্রকৃতির বিরুদ্ধে আগ্রাসনের ছবিই ফুটে উঠেছে মণ্ডপে
এক রাজ্য থেকে অন্য রাজ্যেই শুধু গ্যাসের দামের পরিবর্তন হয়েছে এমন নয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতেও গ্যাসের দাম এক এক রকম। ইন্ডিয়ান অয়েলের ওয়েবসাইট অনুযায়ী, বাঁকুড়াতে ভর্তুকিহীন ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১,০৯১.৫ টাকা। কোচবিহারে ১,১০৬.৫ টাকা, দার্জিলিঙে দাম ১,১০৬ টাকা, দক্ষিণ দিনাজপুরে ১,১৫১.৫ টাকা। হুগলিতে রান্নার গ্যাসের দাম ১,০৮৯ টাকা। উত্তর ২৪ পরগনায় দাম ১,০৭৯ টাকা। পুরুলিয়া ১৪.২ এলপিজি সিলিন্ডারের দাম দাম ১,১০০ টাকা। দক্ষিণ ২৪ পরগনায় দাম ১,০৭৯ টাকা, উত্তর দিনাজপুরে ১,১৫১.৫ টাকা, পশ্চিম মেদিনীপুরে ১,০৭২ টাকা। হাওড়ায় ১৪.২ এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম ১,০৮০.৫ টাকা, জলপাইগুড়িতে দাম ১,১০৬.৫ টাকা, পূর্ব মেদিনীপুরে ১,০৫৫ টাকা এবং মুর্শিদাবাদে ১,০৯৭ টাকা।
Leave a Reply