ইউ এন লাইভ নিউজ: সৌরভ গঙ্গোপাধ্য়ায়কে ভারত গৌরব সম্মানের ঘোষণার পর এবার মহম্মদ সামিকে প্রাইড অফ বেঙ্গল সম্মানের ঘোষণা করল ইস্টবেঙ্গল। ক্লাবের প্রতিষ্ঠা দিবসের দিন সামিকে এই সম্মান দেওয়া হবে বলে জানা গিয়েছে। সেরা কোচ বাছা হয়েছে কুয়াদ্রাতকে। সেরা ফুটবলার ও সেরা উদীয়মান তারকা যথাক্রমে নন্দকুমার ও প্রভসুখন সিং গিল। ১ অগস্ট ইস্টবেঙ্গলের প্রতিষ্ঠা দিবসের সূচি ঘোষণা করল ক্লাব। ২৮ জুলাই একটি সাংবাদিক বৈঠক করে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় প্রতিষ্ঠা দিবসের কী কী পরিকল্পনা রয়েছে। পাশাপাশি কাদের সম্মানিত করা হবে সেটাও জানানো হয়েছে ক্লাবের পক্ষ থেকে।
সৌরভ গঙ্গোপাধ্যায়কে ভারত গৌরব সম্মানে সম্মানিত করা হবে সেটা আগেই জানানো হয়েছিল। এবার পুরো সূচি ঘোষণা করা হল ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে। ১০৫ তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান শুরু হবে সকাল থেকেই। প্রথমে, সকাল সাড়ে ১১টায় ইস্টবেঙ্গল ক্লাব তাঁবুতে প্রধান প্রতিষ্ঠাতা সুরেশ চন্দ্র চৌধুরী, শৈলেশ বসু, নশা সেনের প্রতিকৃতিতে মাল্যদান করে ক্লাবের পতাকা তোলা হবে। এরপর সন্ধ্যে ৬টায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে হবে সম্মান প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে থাকবেন ক্রীড়ামন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস ও কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।
সম্মান জানানো হবে কাদের,
ভারত গৌরব সম্মানে সম্মানিত করা হবে ইস্টবেঙ্গল ক্লাব ও ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক শ্রী সৌরভ গঙ্গোপাধ্যায়কে।
ডঃ রমেশ চন্দ্র (নশা) সেন মেমোরিয়াল জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ফুটবলার শ্রী রঞ্জিত মুখোপাধ্যায়কে।
ব্যোমকেশ বোস মেমোরিয়াল জীবনকৃতি সম্মানে সম্মানিত করা হবে প্রাক্তন ফুটবলার ও অধিনায়ক শ্রী প্রশান্ত বন্দোপাধ্যায়কে।
অজয় বোস মেমোরিয়াল সাংবাদিক সম্মানে সম্মানিত করা হবে শ্রী রাজদীপ সরদেশাইকে।
পুষ্পেন সরকার মেমোরিয়াল সাংবাদিক সম্মানে সম্মানিত করা হবে শ্রী সরোজ চক্রবর্তীকে।
পঙ্কজ গুপ্ত মেমোরিয়াল রেফারি সম্মানে সম্মানিত করা হবে শ্রী সুকৃতি কুমার দত্তকে।
প্রতুল চক্রবর্তী মেমোরিয়াল রেফারি সম্মানে সম্মানিত করা হবে শ্রী জয়ন্ত বন্দ্যোপাধ্যায়কে।
এবার বছরের সেরা ফুটবলারের পুরস্কার পাবেন নন্দকুমার। তাঁকে দেওয়া হবে বনোয়ারিলাল রায় মেমোরিয়াল সম্মানে। বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার পাবেন প্রভসুখন সিং গিল। বছরের সেরা ক্রিকেটারের পুরস্কার পাবেন সাত্যকি দত্ত। স্বপন বল মেমোরিয়াল ‘সমর্থক’ সম্মানে সম্মানিত করা হবে মুকুল গঙ্গোপাধ্যায় ও গনেশ দাসকে। ‘দ্য মেকার অফ এ চ্যাম্পিয়ন’ সম্মানে সম্মানিত করা হবে ইমরান আজ়িজ় মির্জাকে। সেরা কোচের পুরস্কার দেওয়া হবে কার্লেস কুয়াদ্রাতকে। এবারের তালিকায় চমক হচ্ছে মহম্মদ সামি। বাংলার হয়ে খেলা সামিকে দেওয়া হবে প্রাইড অফ বেঙ্গল পুরস্কার।
Leave a Reply