Priest of UP church: জোর করে ধর্ম-পরিবর্তন করার দায়ে অভিযুক্ত উত্তরপ্রদেশের চার্চের ধর্মযাজক

নিউজ ডেস্ক: জোর করে ধর্মান্তরিত করার চেষ্টা করার অভিযোগে গ্রেফতার হলেন উত্তরপ্রদেশের চার্চের এক ধর্মযাজক। খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করছিল বলে অভিযোগ উঠেছে ওই ধর্মযাজকের বিরুদ্ধে। উত্তরপ্রদেশের রামপুর শহরে এক স্থানীয় বাসিন্দার অভিযোগে ওই ধর্মযাজককে গ্রেফতার করে পুলিশ। অভিযুক্ত ধর্মযাজকের নাম পোলো মেসিয়াহ। পুলিশ সূত্রের খবর, বেআইনি ধর্মান্তর নিষিদ্ধ আইনের আওতায় তাঁকে গ্রেফতার করা হয়েছে।

রামপুর পুলিশ সূত্রের খবর, রামপুরের বাসিন্দা রাজীব যাদব পুলিশের সামনে সম্পূর্ণ ঘটনাটিকে নিয়ে আসেন। এর পরেই রামপুর পুলিশ নামেন ময়দানে এবং গ্রেফতার করা হয় পোলো মেসিয়াহকে। ইউপি পুলিশ জানিয়েছে, স্থানীয় এক চার্চের ওই ধর্মযাজক প্রায়শই চার্চে আসা মানুষদের ধর্ম পরিবর্তন করার চেষ্টা করে।

আরও পড়ুন: ব্যাঙ্ক প্রতারণার মামলায় সিবিআইয়ের জালে ভিডিয়োকনের সিইও

সম্প্রতি ২১ ডিসেম্বর একই ঘটনা ঘটে উত্তরপ্রদেশে। ধর্ম পরিবর্তনের অভিযোগে ২ জনকে গ্রেফতার করে সীতাপুর পুলিশ। আবার চলতি বছরের অক্টোবর মাসে উত্তরপ্রদেশের মেরটে মানগাট পুরামের মালিন গ্রামে। একই মামলায় গ্রেফতার করা হয় নয় জন ব্যক্তিকে। অভিযোগ ছিল, প্রায় ৪০০ জনকে জোড় করে ধর্মান্তরিত করার চেষ্টা করে ওই ৯ জন ব্যাক্তি।