নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় উত্তাল গোটা রাজ্য। দুর্নীতির জাল গোটাতে তৎপর কলকাতা হাইকোর্ট। এবার নিয়োগে দুর্নীতির শিখরে পৌঁছাতে হাইকোর্টে প্রায় ৫৯ হাজার শিক্ষকের মেধাতালিকা প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। প্রাথমিক শিক্ষা পর্ষদকে আগামী ৩০ নভেম্বরের মধ্যে মেধাতালিকাসহ পরীক্ষার্থীদের সমস্ত তথ্য প্রকাশ করার নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার শুনানি শুরু হয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। ২০১৪ সালের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দু’দফায় নিযুক্ত হন প্রায় ৫৯ হাজার জন। চাকরিপ্রাপ্তদের লিখিত এবং মৌখিক পরীক্ষার নম্বরসহ শিক্ষাগত যোগ্যতার নথি প্রকাশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
২০১৪ সালে রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়।আবেদন জমা পড়ে প্রায় ২৩ লক্ষ। পরীক্ষা দেন প্রায় ২১ লক্ষ চাকরিপ্রার্থী। ২০১৬ সালে এবং ২০২০ সালে দুদফায় নিয়োগ করা হয় প্রায় ৫৯ হাজার জনকে। কিন্তু সেই নিয়োগে দুর্নীতির অভিযোগ ওঠে। পরীক্ষায় কম নম্বর পেয়েও অনেকে চাকরি পেয়েছেন বলে অভিযোগ করে হাইকোর্টে দায়ের করা হয় মামলা।
আরও পড়ুন: ডলারের তুলনায় ভারতীয় মুদ্রার রেকর্ড পতন, নেতিবাচক প্রভাব শেয়ার বাজারেও
Leave a Reply