ইউ এন লাইভ নিউজ: ১০ জুলাই সারা দেশ জুড়ে ১৩ টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হয়। পশ্চিমবঙ্গের ৪ কেন্দ্রে উপনির্বাচন হয় একইসাথে। রায়গঞ্জ, বাগদা, মানিকতলা এবং রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রে ভোটের ফল ঘোষণা হচ্ছে শনিবার অর্থাৎ ১৩ জুলাই। লোকসভা ভোটের পর উত্তরবঙ্গে বড় জয় তৃণমূল কংগ্রেসের। রায়গঞ্জে বিধানসভা উপনির্বাচনে কামব্যাক করলেন তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। রায়গঞ্জ থেকে ৫০,০০০ ভোটে জয়ী হয়েছেন তিনি। সকাল থেকে গণনা কেন্দ্রে উপস্থিত ছিলেন প্রার্থী। অন্যদিকে গণনা কেন্দ্রের বাইরেই বিজয় উল্লাসে মেতে ওঠে তৃণমূল কর্মীরা।
উত্তরবঙ্গে লোকসভা নির্বাচনে ভাল ফল করতে পারেনি শাসক দল তৃণমূল কংগ্রেস। এই নিয়ে আক্ষেপ প্রকাশও করেছিলেন সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তর বঙ্গে এতো কাজ করার পরেও উত্তরবঙ্গের মানুষ কেন তাঁদের ভোট দেন না। প্রচারে গিয়েও উত্তরবঙ্গবাসীর কাছে প্রশ্ন করেছিলেন তিনি। ভোটের পর ফিরহাদ হাকিম বলেছিলেন দলের অন্দরেই কোনও সমস্যা রয়েছে সেকারণে তাঁরা জিতত পারছেন না উত্তরবঙ্গে। রায়গঞ্জে ৪৯ হাজার ৫৩৬ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের কৃষ্ণ কল্যাণী। জয়ী হওয়ার পর তিনি সাংবাদিকদের সামনে এসে জানান, ‘সাধারণ মানুষের কাছে আমি উন্নয়নের বার্তা নিয়ে গিয়েছিলাম। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী সাধারণ মানুষের সুবিধার্থে ৭৪টি প্রকল্প উপহার দিয়েছেন। সেই কাজ দেখেই এবারের ভোটটা হয়েছে। এবারের ভোটে ধর্মের কোনও মেরুকরণ হয়নি।’
তাঁর বক্তব্য অনুযায়ী, লোকসভার আগে প্রধানমন্ত্রী যখন উত্তরবঙ্গে সভা করতে আসেন তিনি উত্তরবঙ্গের মানুষকে ভুল বুঝিয়েছিলেন তাই মানুষরা বিভ্রান্ত হয়ে গিয়ে বিজেপিকে ভোট দিয়েছিলেন। তিনি আরও বলেন, ‘লোকসভা নির্বাচনে মানুষ কিছুটা বিভ্রান্ত হয়ে বিজেপিকে ভোট দিয়েছে। কিন্তু, এবার মানুষ বুঝে গিয়েছে, উন্নয়নের পাশে থাকার দরকার রয়েছে। সেই কারণে এই জনাদেশ দিয়েছে।’ অন্যদিকে, বিজেপি প্রার্থী মানস ঘোষ বলেন, ‘গ্রামে গ্রামে গিয়ে ভোটারদের ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি। পুলিশ প্রশাসনকে ব্যবহার করে ভোটে এরা কারচুপি করেছে। আগে ছাপ্পা পুরসভা প্রধান, ছাপ্পা পঞ্চায়েত ছিল, এবার রায়গঞ্জে ছাপ্পা বিধায়ক হল।’
Leave a Reply