ইউ এন লাইভ নিউজ : অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের ফলাফল নিয়ে ‘এক্স’ হ্যান্ডেলে ট্যুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এদিন লিখলেন ধন্যবাদ অরুণাচল প্রদেশ।
উন্নয়নের পক্ষে এ রাজ্যের মানুষ রায় দিয়েছে। বিজেপির পাশে থাকার জন্য আমারা
তাঁদের কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের দল আরও নতুন উৎসাহ নিয়ে রাজ্যের উন্নতিতে কাজ করে যাবে।’
লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার দুদিন আগেই প্রকাশিত হয়েছে অরুণাচল প্রদেশের বিধানসভা ভোটের ফলাফল। ২০১৯ র পর আবারও বিধানসভায় সরকার গড়ল গেরুয়া শিবির। আবারও গেরুয়া ঝড় উত্তর -পূর্বের এই রাজ্যে।
৬০ বিধানসভার মধ্য়ে ৫০টি আসনে ফলাফল প্রকাশিত হয়েছে। আগেই ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতাযায় জয়লাভ করেছিল বিজেপি।
নির্বাচন কমিশনের তরফে বলা হয়েছে , ৬০ সদস্য বিশিষ্ট অরুণাচল বিধানসভায় ৩৭টি আসনে জয়ী হয়েছে বিজেপি। তারাই সংখ্য়াগরিষ্ঠতায় সরকার গড়ছে।এর আগে ১০টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিল বিজেপি। অর্থাৎ সব মিলিয়ে বিজেপি ৪৬টি আসনে জয়ী হয়েছে। তার মধ্য়ে অরুণাচলের মুখ্য়মন্ত্রী পেমা খান্ডু ছিলেন অন্যতম প্রার্থী।
তার আগে উপমুখ্য়মন্ত্রী চাওনা মেইনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছিলেন। অরুণাচল প্রদেশে জেতার জন্য আসন সংখ্যা দরকার ৩১টি। সেক্ষেত্রে বিজেপি সেই ম্যাজিক ফিগার অতিক্রম করেছে।। তাদের আর নতুন করে অন্য কারোর সঙ্গে জোট করতে হবে না। এদিকে এই জয়ের পরে দেখা যায় যে ইটানগরে বিজেপি অফিসের বাইরে উল্লাসে মেতে উঠেছেন বিজেপির নেতা কর্মীরা। গেরুয়া আবিরময় চারিদিক। বিজেপির পতাকায় ছেয়ে গিয়েছে গোটা এলাকা। লোকসভা ভোটের আগে বড় স্বস্তি গেরুয়া শিবিরে।
Leave a Reply