ইউ এন লাইভ নিউজ: বুধবার পোল্যান্ডের উদ্দেশে রওনা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ৪৫ বছরে এই প্রথম ভারতের কোনও প্রধানমন্ত্রী পোল্যান্ডে গেলেন। শেষবার ১৯৭৯ সালে ভারতের প্রধানমন্ত্রী থাকাকালীন পোল্যান্ড সফরে গিয়েছিলেন মোরাজ্জি দেসাই। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭০তম বছরে মোদীর এই সফর তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে আন্তর্জাতিক মহল। বুধবার পোল্যান্ড সফরে যাওয়ার কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন নরেন্দ্র মোদি।
তিনি সেই সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন, ‘ওয়ারশয়ের উদ্দেশ রওনা দিলাম। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের ৭০তম বর্ষে আমার এই সফর অত্যন্ত স্পেশাল। পোল্যান্ডের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট। এই সম্পর্ক গণতন্ত্র এবং বহুত্ববাদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।’ পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ় দুদা এবং প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কের সঙ্গে তাঁর বৈঠক হবে বলে জানিয়েছেন নরেন্দ্র মোদী। ওয়ারশতে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও কথা বলবেন তিনি।
অন্যদিকে পোল্যান্ডের সঙ্গে সঙ্গে ইউক্রেনেও যাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। আগামী ২৩ অগস্ট ইউক্রেন সফরে যাচ্ছেন মোদী। সে দেশের প্রেসিডেন্ট ভলোদিমির জ়েলেনস্কির সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বৈঠক করবেন তিনি। এ দিন একটি পোস্টে তিনি বলেন, ‘ইউক্রেন সমস্যা নিয়ে শান্তিপূর্ণ সমাধানে আলোচনা করব। বন্ধু হিসেবে আমরা চাই সেখানে দ্রুত শান্তি ফিরুক।’ জেলেনস্কির চিফ অফ স্টাফ অ্যান্ড্রি ইয়রমাক সম্প্রতি বলেছিলেন, ‘মোদি শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন।’ কিন্তু, মধ্যস্থতায় আদৌ কোনও ভূমিকা নেবেন কি না, তা জানা যায়নি।