PAK vs ZIM: ধুন্ধুমার টুইট যুদ্ধে মেতেছেন জিম্বাবোয়ে-পাকিস্তানের রাষ্ট্রপ্রধান, বাবরের ভাইরাল টুইট নিয়ে শুরু নয়া বিতর্ক

নিউজ ডেস্ক: হাইভোল্টেজ ক্রিকেট ম্যাচ। টানটান উত্তেজনার মাঝে ১ রানের জয়-পরাজয়। এক শিবিরের দুর্দান্ত জয়, আবার অন্য শিবিরের লজ্জার হার। আর এই সবের মধ্যেই বাইশ গজ থেকে সোশ্যাল মিডিয়ায় বিতর্ক উস্কে দিয়েছেন জিম্বাবোয়ে প্রেসিডেন্ট এমারসন ডাম্বুডজো নানগাগওয়া। জবাবে টুইট করে পাল্টা খোঁচা দিতে ছাড়েননি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও। পাশাপাশি, বাবরের নিজের করা একটি ৭ বছর পুরোনো টুইট নিয়েও সরগরম নেটপাড়া। বাবরের ভাইরাল টুইট নিয়ে কেউ কেউ বলছেন,বাবর তোমার ইংরেজি বানান ঠিক করো’। কেউ আবার বলছে,এই জিম্বাবোয়ে কোন জিম্বাবোয়ে’। নেটিজেনদের কাছে একপ্রকার হাসির খোরাক হয়ে দাঁড়িয়েছে পাক-অধিনায়ক।

কী টুইট করেন জিম্বাবোয়ের প্রেসিডেন্ট?

জিম্বাবোয়ে পাকিস্তানকে হারানোর পর, জিম্বাবোয়ের প্রেসিডেন্ট মিস্টার বিনের ছবি দিয়ে একটি টুইট করেন। টুইটে লেখেন,`জিম্বাবোয়ের জন্য দুর্দান্ত জয়। শেভরনদেরকে অভিনন্দন। পরের বার আসল মিস্টার বিনকে পাঠান’।

কী এই বিন-বিতর্ক?

সম্প্রতি খবরের শিরোনাম থেকে ইন্টারনেট মাধ্যমে ভাইরাল ছিলেন ভুয়ো পাক-মিস্টার বিন। জানা গিয়েছে, ২০১৬ সালে পাক মিস্টার বিন নামে খ্যাত এক কমেডিয়ান আসিফ মহম্মদ জিম্বাবোয়ে যান এবং বিভিন্ন অনুষ্ঠানে যোগ দেন। ওই ব্যক্তি পাকিস্তানের মানুষ এবং তিনি যে পাকিস্তানেরই বাসিন্দা, সেই খবরও পাওয়া যায়।

জিম্বাবোয়ের প্রেসিডেন্টের জবাবে কী বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী?

জিম্বাবোয়ের প্রেসিডেন্টের টুইটের জবাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ টুইট করেন,`আমাদের আসল মিস্টার বিন হয়তো নেই, কিন্তু আমাদের আসল ক্রিকেটিং স্পিরিট আছে। পাকিস্তানিদের একটা অদ্ভুত ধরণের অভ্যাস রয়েছে বারবার লড়াইয়ে ফিরে আসার, কামব্যাক করার। অভিনন্দন প্রেসিডেন্ট। আপনার দল আজ সত্যিই ভাল খেলেছে’।

বাবর টুইট বিতর্ক:

অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমে ভারত এবং পরে জিম্বাবোয়ের কাছে পাকিস্তানের দুরবস্থার কারণে সুদে-আসলে মাশুল গুনতে হচ্ছে পাকিস্তান অধিনায়ক বাবর আজমকে। ইতিমধ্যেই পাকিস্তানের দুই প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রম এবং ওয়াকার ইউনিসের কড়া সমালোচনার শিকার তিনি। সোশ্যাল মিডিয়া জুড়ে অজস্র ক্রিকেটপ্রেমীদের তিক্ততার সম্মুখীনও হয়েছেন তিনি। সমালোচনার শিকার পাকিস্তান ক্রিকেট বোর্ডও।

২০১৫ সালের ১৯ মে তে পাকিস্তান অধিনায়ক বাবর আজমের টুইটার হ্যান্ডেলের একটি পোস্ট। পোস্টটিতে লেখা,“ওয়েলকাম জিম্বাবোয়ে”। যখন জিম্বাবোয়ে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলার জন্য পাকিস্তান সফর করেছিল। পোস্টটি তখনকার। তবে জিম্বাবোয়ের ইংরেজি বানানটি ভুল। এই ভুল বানানের সঙ্গে ৭ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবোয়ের কাছে ১ রানের জন্য হেরে যাওয়াকে মিলিয়ে-মিশিয়ে বিভিন্ন ধরণের ট্রোলের শিকার হচ্ছেন বাবর।

https://twitter.com/TatyaVinc/status/1585894938205892608?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1585894938205892608%7Ctwgr%5E33e81636fd370e527280a603a1be6d0657270496%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Ft20-world-cup-2022%2Fbabar-azams-old-welcome-zimbaway-tweet-goes-viral-fans-troll-pakistan-captain-3471182
https://twitter.com/ravia123ash/status/1585679791017308160?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1585679791017308160%7Ctwgr%5E33e81636fd370e527280a603a1be6d0657270496%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fsports.ndtv.com%2Ft20-world-cup-2022%2Fbabar-azams-old-welcome-zimbaway-tweet-goes-viral-fans-troll-pakistan-captain-3471182

আরও পড়ুন: ডার্বি জ্বরে ফুটছে শহর, আইএসএলে প্রথমবার কলকাতায় চিরপ্রতিদ্বন্দ্বী ইলিশ-চিংড়ির লড়াই

২০০৯ সালে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের কাছে শ্রীলঙ্কান ক্রিকেটারদের ওপর জঙ্গি হামলা হওয়ার পর ২০১৫ সালে `টেস্ট ম্যাচ’- খেলা দেশ গুলির মধ্যে প্রথম জিম্বাবোয়েই পাকিস্তান সফরে যায়।