Olympics 2024

Narendra Modi: প্যারিস অলিম্পিকের আগেই প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ প্রধানমন্ত্রীর, ২০৩৬-এর অলিম্পিকের কথাও তুললেন মোদি

ইউ এন লাইভ নিউজ: প্যারিস অলিম্পিক ২০২৪ শুরু হতে চলেছে জুলাই-এর ২৬ তারিখ। খেলোয়াড়দের মধ্যে শুরু হয়ে গিয়েছে প্রস্তুতির তোড়জোড়। এই প্রতিযোগিতা শুরু হওয়ার আগে শুক্রবার প্যারিস অলিম্পিকে অংশগ্রহণকারী প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার নিজের বাসভবনে ক্রীড়াবিদদের সঙ্গে কথা বলেন তিনি। আসন্ন অলিম্পিকে ভাল ফলের জন্য তাঁদের শুভেচ্ছাও জানান তিনি। প্রথমবার যাঁরা অলিম্পিকের মঞ্চে অংশ নেবেন, তাঁদেরও এদিন উৎসাহ জোগান মোদি৷ এবারের অলিম্পিকে ভারত থেকে প্রায় ১২০ জন প্রতিযোগী অংশ নিচ্ছেন ৷ ভারতীয় হকির পুরুষ ও মহিলা দলের সদস্যরা ছাড়াও, বক্সিং-অ্যাথলিট সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রের সকল ক্রীড়াবিদরা প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত ছিলেন ৷ এছাড়াও নীরজ চোপড়া, পিভি সিন্ধু, লভলিনা, নিখাদ জারিনরা ভার্চুয়ালি এই আলাপচারিতায় অংশ নিয়েছিলেন।

নরেন্দ্র মোদি এদিন তাঁর বার্তায় বলেন, “আপনারা এই মুহূর্তে অলিম্পিকসের মঞ্চে পৌঁছে জেতার মেজাজে রয়েছেন ৷ আর আমি আপনাদের জিতে ফেরার পর অভ্যর্থনা জানানোর মেজাজে রয়েছি ৷” প্রতিযোগীদের সঙ্গে আলাপচারিতায় প্রধানমন্ত্রীর মুখে চলে আসে ২০৩৬ সালের অলিম্পিকের আয়োজনের বিষয় ৷ তিনি জানান, “আমরা চেষ্টা করছি ২০৩৬ অলিম্পিকস আয়োজনের জন্য বিড পেশ করতে ৷ তার জন্য পরিকাঠামোগত সংস্কারের কাজ চলছে ৷ কিন্তু, আপনাদের থেকে আমি পরামর্শ চাই ৷ আপনারা খেলোয়াড়রা পরিস্থিতিটা ভালো বুঝতে পারবেন ৷ তবে আমি এই অলিম্পিকের মাঝেই কিছু করতে বলছি না ৷ আপনারা এখন প্রতিযোগিতায় মন দিন ৷ ফিরে এসে অবসর সময়ে সংস্কারের কাজগুলি আপনারা দেখুন এবং সেখানে আর কী কী করা যেতে পারে, তা আমাদের জানান ৷ এর ফলে আমরা ২০৩৬ সালের অলিম্পিকসের বিড পেশের ক্ষেত্রে অনেকটাই এগিয়ে থাকব ৷”