ইউ এন লাইভ নিউজ: নিজের প্রতিশ্রুতি রেখেছেন দেব। লোকসভা নির্বাচনে ঘাটাল কেন্দ্রে জিতে গাছ লাগাচ্ছেন তৃণমূল কংগ্রেসের তারকা সাংসদ। এবার দেবের এই উদ্য়োগে পাশে এসে দাঁড়ালেন দেবের ‘কাছের মানুষ’ প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। দেবের বৃক্ষরোপণের উদ্যোগে শামিল হয়ে প্রসেনজিৎ নবনির্বাচিত সাংসদকে উপহার হিসেবে দিলেন ১০ হাজার গাছ। টলিউডের বুম্বাদা নিজের ‘এক্স’ হ্য়ান্ডেলে ট্যুইট করে লেখেন, ‘দারুণ উদ্যোগ দেব। আমি সাথে আছি… আমার তরফ থেকে রইল ১০,০০০ গাছ।’
এর আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিনব উদ্যোগ সম্পকে ঘাটালের বিজয়ী প্রার্থী জানান, ‘ভারতবর্ষের ইতিহাসে আজ অবধি কোনও সাংসদ এমন উদ্যোগ নিয়েছেন বলে আমার জানা নেই। যদি অন্তত ৪০-৫০ শতাংশ সাংসদ নিজেদের সংসদীয় কেন্দ্রে বৃক্ষরোপণের উদ্যোগ নেন, তাহলে আমাদের দেশে সবুজায়ন হবে। চেহারাও বদলে যাবে।’ দেব আরও বলেন, ‘ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রত্যেকটা মানুষকে করজোড়ে প্রণাম জানাচ্ছি, যেভাবে আপনারা আমার পাশে ছিলেন, তার জন্য ধন্যবাদ। যাঁরা আমাকে ভোট দেননি, তাঁদেরকেও ধন্যবাদ।’
তবে দেবের এই ‘সবুজ ঘাটাল’ কর্মদ্যোগ শুধু তৃণমূলের ভোটারদের জন্যই নয়। এক্ষেত্রেও সৌজন্যের পথে হাঁটলেন ঘাটালের তৃতীয়বারের সাংসদ। এ প্রসঙ্গে দীপক অধিকারী ওরফে দেবের মন্তব্য, ‘প্রথমে বলেছিলাম যতগুলো ভোট পাব ততগুলো গাছ লাগাব। তবে সবকটা বিধানসভা কেন্দ্র থেকে যেরকম সাড়া পাচ্ছি, আমরা সিদ্ধান্ত নিয়েছি, শুধু আমার জন্য নয়, ঘাটাল লোকসভা কেন্দ্রে তৃণমূল, বিজেপি কিংবা সিপিএম-কংগ্রেস (নোটা বাদে) সমস্ত দল মিলিয়ে যতগুলো ভোট পড়েছে, ঠিক ততগুলোই গাছ লাগাব।’
প্রথমে ৬০০টি বৃক্ষরোপণ করে ‘সবুজ ঘাটাল’ কর্মসূচির সূচনা করলেন দেব। টলিউড সুপারস্টারেজানান, ‘এরকম অনেকগুলো জায়গা বেছে রাখা হয়েছে, যেখানে আমি আমার ‘সবুজ ঘাটাল’-র স্বপ্নপূরণ করব। সবমিলিয়ে রবিবার ১০ হাজার বৃক্ষরোপণ করব। ঘাটালের রাস্তা তৈরির সময়ে অনেক গাছ কাটা হয়েছিল। সেই অভাব পূরণ করার প্রতিশ্রুতি দিয়েছিলাম। সেটা শুরু করছি। শুধু বৃক্ষরোপণই নয়, সেগুলো রক্ষণাবেক্ষণ করার ব্যবস্থাও করব। এই গাছ লাগানোর মধ্যে কোনও রাজনৈতিক স্বার্থ নেই।’
Leave a Reply