রোনাল্ডর থেকে এক গোল পিছনে মেসি

স্পোর্টস ডেস্ক:  রোনাল্ডোর ৮০০ গোলের মাইল ফলক ছুঁতে আর একটা গোল বাকি লিওনেল মেসির। সম্প্রতি পিএসজির জার্সিতে ন্যান্তেসের বিপক্ষে ৭৯৯ তম গোলটি করেছেন মেসি। আগামী বৃহস্পতিবার বয়ার্ন মিউনিখের বিরুদ্ধে খেলতে নামছে পিএসজি। সেই ম্যাচেই কি রোনাল্ডকে ছুঁয়ে ফেলতে পারবেন বিশ্ব ফুটবলের এই মহা তারকা! মেসি ভক্তদের মধ্যে তৈরি হয়েছে জল্পনা।

১৯ বছর আগে সিনিয়ার পর্যায়ে ডেবিউ হয়েছিল মেসির। তারপর রকেট গতিতে হয়েছে উত্থান। একের পর এক ট্রফি জিতেছেন এই মহাতারকা। বার্সেলোনার ১২৩ বছরের সুদীর্ঘ ইতিহাসে মেসির মত এত ট্রফি কেউ জেতেনি। কাতালান জায়ান্টসদের হয়ে ১০টি লা লিগা, আটটা সুপার কাপ, সাতটা কোপা দেল রে এবং চারটে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

সাতবার ব্যালন ডি’অর জিতেছেন। যা রোনাল্ডোর থেকেও দু-বার বেশি। কোনও ফুটবলার পুরুষ হোক বা মহিলা তিনবারের বেশি এই মহার্ঘ্য খেতাব জিততে পারেননি।

এছাড়াও বিশ্বের প্ৰথম ফুটবলার হিসাবে দুটো আলাদা আলাদা বিশ্বকাপের সংস্করণে গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন। ২০১৪ তে আর্জেন্টিনা রানার্স হলেও মেসি গোল্ডেন বল জেতেন। তারপর গত বছর দেশকে তৃতীয়বারের মত বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে সোনার বলের মালিক হন মহানায়ক। লা লিগায় মেসির মোট গোলের সংখ্যা ৪৭৪টি। এত গোল আর কোনও ফুটবলার করতে পারেননি। এছাড়াও লা লিগায় সবথেকে বেশি এসিস্টও তাঁর নামের পাশে- ১৯২টি।