ইউ এন লাইভ নিউজ ডেস্ক: শেষ বিশ্বকাপও সাক্ষী ছিল যে পেনাল্টিতে অপ্রতিরোধ্য কিলিয়ান এমবাপে। বিশ্বকাপ ফাইনালে স্পটকিক থেকে টুর্নামেন্ট সেরা গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজকে তিন-তিনবার পরাস্ত করেছিলেন তিনি। তবে সেই দম্ভ এবার চূর্ণ হয়ে গেল লিগা ওয়ানের মন্তেপেঁয়ি ম্যাচে। জোড়া পেনাল্টি মিস যেমন করলেন এমবাপে। দু’মিনিটের মধ্যে দু’টি পেনাল্টি নষ্ট করলেন। চোট নিয়ে মাঠও ছাড়লেন তিনি। সেই মেসি ম্যাজিকেই ম্যাচ জিততে হয় পিএসজিকে।
খেলা শুরুর ১০ মিনিটের মধ্যে পেনাল্টি পায় পিএসজি। এমবাপের মারা শট বাঁচিয়ে দেন মন্তেপেঁয়ির গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে। কিন্তু এমবাপে পেনাল্টি নেওয়ার আগেই বিপক্ষ ফুটবলাররা বক্সে ঢুকে পড়ায় আরও এক বার পেনাল্টি নিতে বলেন রেফারি। সে বার তাঁর শট পোস্টে লেগে ফেরে। এমনকি ফিরতি বলে এমবাপের শট বার উঁচিয়ে চলে যায়। হতাশ চোখে বলের দিকে তাকিয়ে থাকেন এমবাপে।
#Mbappe missed 2 penalties in a row and another unbelievable chance 🤯❌#Ligue1 pic.twitter.com/e6QnFz3l30
— beIN SPORTS USA (@beINSPORTSUSA) February 2, 2023
এমবাপের জন্য দিনটা একদম ভাল যায়নি। ২১ মিনিটের মাথায় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়ে মাঠ ছাড়েন তিনি। দেখে মনে হচ্ছিল আরও একটা ম্যাচে পয়েন্ট নষ্ট করবে মেসিদের দল। কিন্তু সেই মেসিই রক্ষাকর্তা হয়ে দেখা দেন। ৫৫ মিনিটের মাথায় তাঁর পাস থেকে গোল করেন রুইজ়। ৭২ মিনিটের মাথায় নিজেই গোল করে ব্যবধান বাড়ান মেসি। সেইসঙ্গে দলের জয় নিশ্চিত করে দেন।
৮৯ মিনিটের মঁপেলিয়ারের হয়ে একটি গোল শোধ করেন নরডিন। তবে তাতে জিততে সমস্যা হয়নি প্যারিসের ক্লাবের। অতিরিক্ত সময়ে দলের তৃতীয় গোল করেন এমেরি। এই গোলের পাস বাড়ান আশরফ হাকিমি। ৩-১ জিতে মাঠ ছাড়েন মেসিরা। এই ম্যাচে পিএসজি-র আর এক তারকা ফুটবলার নেমার খেলেননি। কিন্তু তাঁর অভাব পূরণ করে দিলেন মেসি।
mbappe? pic.twitter.com/VMXY3EJ5Y6
— njdeprê – marlon (@njdmarlon) February 1, 2023
এমবাপের কোনও অবদান ছাড়াই যদিও পিএসজি ৩-১ গোলে লিগা ওয়ানে উড়িয়ে দিল মন্তেপেঁয়িকে। ম্যাচ শেষে এমবাপের চোট নিয়ে মুখ খুলেছেন পিএসজি কোচ ক্রিস্টোফ গাল্টিয়ের। তিনি বলেন, “এমবাপের হাঁটু ও উরুতে লেগেছে। তাই ওকে নিয়ে ঝুঁকি নিতে চাইনি। কিন্তু খুব একটা চিন্তার কিছু নেই। খেলায় এই ধরনের চোট লেগেই থাকে।” নেইমারকে কেন বিশ্রাম দিয়েছেন তার ব্যাখ্যাও শোনা গিয়েছে গাল্টিয়ারের মুখে। তিনি বলেছেন, ‘‘আমাদের পর পর ম্যাচ আছে। তাই ফুটবলারদের প্রয়োজনীয় বিশ্রাম দিতে হবে। সেই কারণে একসঙ্গে সবাইকে মাঠে নামাচ্ছি না।”
https://twitter.com/_messiclear/status/1620877532773105665?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1620877532773105665%7Ctwgr%5E270d87ab8ff4c930769fa32bae62f48da6f2d0b6%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fbengali.indianexpress.com%2Fsports%2Fpsg-beats-montpellier-kylian-mbappe-misses-penalty-twice-lionel-messi-scores-540608%2F
পরপর পয়েন্ট নষ্ট করে একসময় চাপে পরে গিয়েছিল পেরিসিয়ানরা। এদিন তিন পয়েন্ট ঘরে তুলে দ্বিতীয় স্থানে থাকা লেন্সের সঙ্গে ৫ পয়েন্টের ব্যবধান করে ফেলল পিএসজি।
Leave a Reply