২০২৩-এর রাজ্য সরকারি ছুটির তালিকা দেখে নিন এক নজরে

নিউজ ডেস্ক: পুজোর ছুটির রেশ কাটতে না কাটতেই তেইশের সরকারি ছুটির তালিকা প্রকাশ করল নবান্ন। আগামী বছর রাজ্য সরকারি কর্মীরা শনি-রবিবার বাদে ৪০ দিন ছুটি পাবেন। শুক্রবার এক বিজ্ঞপ্তি জারি করে জানাল রাজ্য সরকার।

এদিন রাজ্য সরকার যে বিজ্ঞপ্তিতে জারি করেছে তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের ন্যাশনাল ইন্সট্রুমেন্ট আইনের ২৫ নম্বর ধারা অনুযায়ী ২০২৩-এর ছুটির তালিকা ঘোষণা করা হল। কালেক্টার এবং রেজিস্টারের দফতর ছাড়া রাজ্য সরকারের সমস্ত দফতরই এই তালিকা অনুযায়ী ছুটি পাবে।

দেখে নিন ছুটির তালিকা-

১২ জানুয়ারি বিবেকানন্দের জন্মদিন

২৩ জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তী

২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, সরস্বতী পুজো

৭ মার্চ দোলযাত্রা

৭ এপ্রিল গুড ফ্রাইডে

১৪ এপ্রিল অম্বেডকর জয়ন্তী

১৫ এপ্রিল নববর্ষ

২২ এপ্রিল ইদ-উল-ফিতর

১ মে মে দিবস

৫ মে বুদ্ধ পূর্ণিমা

৯ মে রবীন্দ্র জয়ন্তী

২৯ জুন বকরি ইদ

২৯ জুলাই মহরমের

১৫ অগস্ট স্বাধীনতা দিবস

২ অক্টোবর গান্ধী জয়ন্তী

১৪ অক্টোবর মহালয়ার

২১-২৪ অক্টোবর দুর্গাপুজো

২৮ অক্টোবর লক্ষ্মীপুজোর

১৫ নভেম্বর ভ্রাতৃদ্বিতীয়া

২৭ নভেম্বর গুরু নানকের জন্মদিন

২৫ ডিসেম্বর ক্রিসমাস

এ ছাড়াও ২০২৩ সালে কিছু বাড়তি ছুটি পাবেন রাজ্য সরকারি কর্মীরা। সরস্বতী পুজোর আগের দিন ২৫ জানুয়ারি ছুটি থাকবে। ১৪ ফেব্রুয়ারি ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিন উপলক্ষে ছুটি থাকবে। শিবরাত্রি, দোলের পরের দিন, ইদের আগের দিন, রথযাত্রা, রাখী, জন্মাষ্টমী, ফতেয়া দোয়াজে ছুটি থাকছে। ১৫ নভেম্বর বীরসা মুণ্ডার জন্মদিন উপলক্ষে ছুটি। ভ্রাতৃদ্বিতীয়ার পরের দিন ১৬ নভেম্বরও থাকছে ছুটি। ছটপুজো ১৯ নভেম্বর। সেদিন রবিবার হওয়াতে ছুটি থাকবে পরের দিন, ২০ নভেম্বর। কবি ভানু ভক্তের জন্মদিন উপলক্ষে ১৩ জুলাই দার্জিলিং, কালিম্পং জেলায় ছুটি থাকছে। ৮ এপ্রিল ইস্টার স্যাটারডের ছুটি পাবেন খ্রিস্টানরা। ৩০ জুন হুলদিবসের ছুটি পাবেন আদিবাসীরা।