পুরীর জগন্নাথ মন্দিরে ইঁদুরের তাণ্ডব! হু হু করে বাড়ছে আরশোলার সংখ্যা, কীসের ইঙ্গিত

নিউজ ডেস্ক: ইঁদুরের তাণ্ডবে বিপর্যস্ত পরীর জগন্নাথ মন্দির। শয়ে শয়ে ইঁদুর ঢুকে পড়ছে মন্দিরের গর্ভগৃহে। কেটে দিচ্ছে মন্দিরের গর্ভগৃহে থাকা বিভিন্ন জিনিস। এমন কি বাদ যাচ্ছে না মন্দিরের বিগ্রহও। স্বাভাবিকভাবেই নিত্য পুজোয় প্রচন্ড অসুবিধার মধ্যে পড়ছেন মন্দিরের সেবায়েতরা। তবে দ্রুত সমস্যা মিটে যাবে বলে আশ্বস্ত করেছেন মন্দির কর্তৃপক্ষ।

মন্দিরের এক সেবায়েত দাবি করেছেন, “মন্দিরের গর্ভগৃহে ঢুকে সমস্ত কিছু নষ্ট করে দিচ্ছে ইঁদুরের দল। চারদিক এত নোংরা করে রাখছে, আমাদের প্রতিদিনের নিয়মমাফিক পুজোর কাজ করতে খুবই সমস্যা হচ্ছে। বিগ্রহের জামা কাপড় থেকে শুরু করে পুজোর মালা-সমস্ত কিছু কেটে দিচ্ছে। তাছাড়া মূর্তির মুখ-সহ একাধিক অংশে নোংরা ছিটিয়ে রেখে যাচ্ছে।”

মন্দির পরিচাল সমিতির বক্তব্য, “আমরা ঘটনাটা জানি, এবং যথোপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। মন্দির থেকে ইঁদুর নির্মূল করার সমস্ত চেষ্টা চলছে। আপাতত জাল পেতে ইঁদুর ধরার কাজ চলছে। তাদের ধরে মন্দির থেকে অনেক দূরে ফেলা দেওয়া হবে। কিন্তু কোনওমতেই বিষ খাইয়ে ইঁদুর মারব না।”

আরও পড়ুন: আবাস দুর্নীতি: শুভেন্দুর হুঁশিয়ারির পর ফের রাজ্যে কেন্দ্রীয় দল

প্রশ্ন উঠছে কেন হঠাৎ ইঁদুরের তান্ডব শুরু হল পুরীর জগন্নাথ মন্দিরে। জানা গিয়েছে করোনার লকডাউনের কারণে দীর্ঘ সময় পুরীর জগন্নাথ মন্দিরের দরজা বন্ধ ছিল দর্শনার্থীদের জন্য। ফাঁকা মন্দির পেয়ে অবাধে যাতায়াত শুরু করে ইঁদুর বাহিনী। শুধু তাই নয় লাফিয়ে বেড়েছে আরশোলার সংখ্যাও।