বুধবার বন্ধ থাকছে পুরীর জগনাথ মন্দির, জানেন কেন?

নিউজ ডেস্ক: বুধবার চার ঘন্টার জন্য বন্ধ থাকছে পুরীর জগন্নাথ মন্দির। মন্দির কমিটির পক্ষ থেকে এদিন বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ভক্তদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জগন্নাথ মন্দির কর্তৃপক্ষ এক নির্দেশিকা জারি করে জানিয়েছে, ‘বানাকা লাগি’ অথবা ‘শ্রীমুখী শৃঙ্গার’-এর জন্য জগন্নাথদেবের গর্ভগৃহের দরজা বন্ধ রাখা হচ্ছে। এই রীতি উপলক্ষ্যে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে জগন্নাথধামে। ফলে কোনও দর্শনার্থীকেই বুধবার ওই সময়ের জন্য মন্দিরে প্রবেশ করতে দেওয়া হবে না বলে জানিয়েছে মন্দির কর্তৃপক্ষ।

পুরীর জগন্নাথ মন্দিরে বছরে সাত থেকে আটবার বনকা লাগি প্রথা পালন করা হয়। এই রীতি অনুযায়ী জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে নতুন রূপে সাজিয়ে তোলা হবে।

ভগবানের মূর্তিতে শৃঙ্গারের দায়িত্বে থাকেন বিশেষ কয়েকজন সেবায়েত। তাঁদের বলা হয় দত্ত মহাপাত্র। দত্ত মহাপাত্র বর্ণের সেবায়েতরাই কেবলমাত্র গর্ভগৃহে প্রবেশের অনুমতি পান। ১২ শতাব্দীর মূর্তিগুলিকে চার ঘণ্টা ধরে শৃঙ্গার করান এই দত্ত মহাপাত্ররা। শৃঙ্গারের পর গর্ভগৃহে রত্নবিছানার উপর রাখা হবে তিন ভগবানের মূর্তি। ভগবানের মূর্তিসজ্জার জন্য জঙ্গলের চার রকম উপাদান ব্যবহার করা হয়। তার মধ্যে রয়েছে লাল রঙের হরিলতা, হলুদ রঙের হেঙ্গুলা, সাদা রঙের শঙ্খ। এছাড়াও জগন্নাথ দেবের জন্য ব্যবহার করা হয় কালো রং।