আগামী দিনে বিশ্বব্যাপী বিপর্যয়ের জন্য দায়ী থাকবে ন্যাটো, হুঁশিয়ারি পুতিনের

নিউজ ডেস্ক : ‘ন্যাটো, রাশিয়ার সরাসরি বিরোধিতা করলে, বিশ্ব বিপর্যয়ের সম্মুখীন হবে।’ ফের ন্যাটোর উদ্দেশ্যে চোখরাঙানি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের। একদিকে ইউক্রেনজুড়ে রাশিয়ার ভয়াবহ আগ্রাসনে আতঙ্কিত গোটা বিশ্ব। রাশিয়ার মুহুর্মুহু মিসাইল আক্রমণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইউক্রেন। মৃত্যু হয়েছে বহু মানুষের। বর্তমানে ইউক্রেনজুড়ে শুধুই বারুদের গন্ধ, যুদ্ধের সাইরেন আর সাধারণ মানুষের কান্নার রোল শোনা যাচ্ছে। সেই ভয়াবহতার রেশ কাটতে না কাটতেই, তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনার হুমকি দেন রাশিয়ার ফেডারেশনের নিরাপত্তা পরিষদের ডেপুটি সেক্রেটারি। এরই মধ্যে অন্যদিকে এবার হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিনও।

কি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট?

সূত্রের খবর, সম্প্রতি কাজাখস্তানের রাজধানী আস্তানায় আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ভ্লাদিমির পুতিনকে রুশ-ইউক্রেন যুদ্ধ নিয়ে প্রশ্ন করা হয়। যুদ্ধ নিয়ে তাঁর কোনো অনুশোচনা রয়েছে কি না, তা জানতে চাওয়া হয়। প্রশ্নের জবাবে পুতিন জানান, ‘না, তাঁর কোনো অনুশোচনা নেই। তবে ইউক্রেনকে ধ্বংস করা রাশিয়ার লক্ষ্য ছিল না।’ এরপরই ন্যাটোকে স্পষ্ট সতর্কবার্তা দিয়ে রুশ প্রেসিডেন্ট জানান, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়ার সঙ্গে ন্যাটোর যে কোনো প্রত্যক্ষ সংঘর্ষ হলে তা ভয়ঙ্কর বিপর্যয় ডেকে আনবে গোটা বিশ্বে।

কেন এই হুঁশিয়ারি পুতিনের?

গত ফেব্রুয়ারি মাসের শেষের দিকে রাশিয়া যুদ্ধ শুরু করলেও, এখনও পর্যন্ত সমানে সমানে টক্কর দিচ্ছে ইউক্রেনও। তার সঙ্গে পাল্লা দিয়েই যুদ্ধের ঝাঁঝ বাড়াচ্ছে রাশিয়া‌। এই পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আশঙ্কা, ইউক্রেনকে পরাজিত করতে, যে কোনো মুহুর্তে পারমাণবিক বোমা হামলা করতে পারে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের ভূখণ্ড রক্ষার উদ্দেশ্যে পারমাণবিক হামলার হুমকি নিয়ে আলোচনা করার জন্য সম্প্রতি উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা (ন্যাটো) একটি গুরুত্বপূর্ণ বৈঠকের আয়োজন করে। বৈঠকের পরই ক্ষোভে ফুঁসছে রাশিয়ার প্রেসিডেন্ট। এরপরই সরাসরি ন্যাটোকে হুমকি দিয়েছেন পুতিন।

আরও পড়ুন : যেদেশে প্রতিদিন ৩০ জন আত্মহত্যা করে

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *