Qatar World Cup 2022: জেনে নিন দলগুলোর ওয়ার্ম আপ ম্যাচ কবে-কখন

স্পোর্টস ডেস্ক: কাতারে ২০ নভেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে ফিফা ওয়ার্ল্ড কাপ। পরের সপ্তাহ থেকে টুর্নামেন্টে খেলতে যাওয়া দলগুলো প্রস্তুতি শুরু করে দেবে। ৩২ টি দল। সব দলের জন্য ফিফা ওয়ার্ম আপ ম্যাচ সাজিয়ে দিয়েছে। আর্জেন্টিনার মেসি, পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনাল্ডো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে পৌঁছে যাবেন। প্র্যাকটিস শুরু হবে। চলবে ওয়ার্ম আপ ম্যাচ। ফিফার যে সূচী দেখা যাচ্ছে, তাতে ব্রাজিল, ইংল্যান্ড, ইরান, আর ওয়ালস টুর্নামেন্টের আগে কোনও ফ্রেন্ডলি ম্যাচ খেলছে না। নিজেরাই নিজেদের মধ্যে প্রস্তুতি সেরে নেবে।

এবার দেখে নেওয়া যাক, কোন দল – কবে – কার সঙ্গে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে।

১৫ নভেম্বর : সেনেগাল বনাম কাজাখস্তান ( আরব আমির শাহি)

১৬ নভেম্বর: আরব আমির শাহি বনাম আর্জেন্টিনা (মহম্মদ বিন জায়েদ স্টেডিয়াম, আরব আমির শাহি)- রাত ৯ টা।

১৬ নভেম্বর : ওমান বনাম জার্মানি (সুলতান কাবুস স্পোর্টস কমপ্লেক্স, ওমান)- রাত সাড়ে ১০টা।

১৬ নভেম্বর: ইরান বনাম তিউনিসিয়া ( দোহা) – বিকাল ৪.৩০

১৬ নভেম্বর : সৌদি আরব বনাম ক্রোয়েশিয়া ( মার্সুল পার্ক, রিয়াধ) – বেলা ৩.৩০

১৬ নভেম্বর: পোল্যান্ড বনাম চিলি ( স্টাডিঅন ওজাকা পলস্কিয়েগো, ওয়ার্সো)- রাত ১০.৩০

১৭ নভেম্বর: মেক্সিকো বনাম সুইডেন ( এস্টাদি মন্টিলিভি, গিরণা) – বেলা একটা।

১৭ নভেম্বর: কানাডা বনাম জাপান ( মাকতুম স্টেডিয়াম, আরব আমির শাহি) – সন্ধ্যা ৭.১০

১৭ নভেম্বর: জর্ডন বনাম স্পেন ( আম্মান ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, আম্মান)- রাত ৯.৩০

১৭ নভেম্বর: ইরাক বনাম কোস্তা রিকা ( বাসরা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, বাসরা)- সন্ধ্যা ৭.৩০

১৭ নভেম্বর: মরক্কো বনাম জর্জিয়া ( শারজা স্টেডিয়াম)- রাত ৯.৩০

১৭ নভেম্বর: সুইজারল্যান্ড বনাম ঘানা ( বানিয়াস স্টেডিয়াম, আবু ধাবি) – বেলা ৩.৩০

১৮ নভেম্বর: ক্যামেরুন বনাম পানামা ( মহম্মদ বিন জায়েদ স্টেডিয়াম) – বেলা ৩.৩০

১৮ নভেম্বর: পর্তুগাল বনাম নাইজেরিয়া ( এস্তাদিও জোসে আলভালাদে, লিসবন) – বেলা ১২.১৫

১৮ নভেম্বর: ইজিপ্ট বনাম বেলজিয়াম (জাবের আল আহমাদ ইন্টারন্যাশনাল স্টেডিয়াম, কুয়েত সিটি)- রাত ৮.৩০

১৮ নভেম্বর: বাহারিন বনাম সার্বিয়া ( বারাইন ন্যাশানাল স্টেডিয়াম, রিফা) – রাত ৯.৩০