Queen Elizabeth II’s Funeral: ওয়েস্টমিনস্টার অ্যাবেতে রানির শেষকৃত্য, কারা কারা থাকছেন, কারাই বা বাদ পড়লেন ? দেখুন

নিউজ ডেস্ক: এক উজ্জ্বল অধ্যায়ের সমাপ্তি। সোমবার রাজকীয়ভাবেই বিদায় হবে দীর্ঘ ৭০ বছর ধরে শাসন করে আসা রানির। বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারা ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন রানির শেষকৃত্যে সামিল হতে। ১১দিন ব্যাপী রাষ্ট্রীয় শোকজ্ঞাপন অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে সোমবার। গতকালই লন্ডনে পৌঁছন দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।

সূত্রের খবর, ব্রিটেনের রাজপরিবারের সদস্যরা অর্থাৎ কিং চার্লস, ‘দ্য কুইন কনসার্ট’ ক্যামিলা, রানির আরও তিন সন্তান প্রিন্সেস অ্যানি, প্রিন্স অ্যান্ড্রু ও প্রিন্স এডওয়ার্ড তো থাকছেনই, তাদের পাশাপাশি থাকবেন রানির দুই নাতি-নাতনি, দুই যুবরাজ উইলিয়াম ও হ্যারি। এ ছাড়াও থাকবেন প্রিন্সেস বিট্রিস ও ইউজেনি, জারা টিন্ডাল, পিটার ফিলিপস, লেডি লুইস উইন্ডসররাও।

রানির শেষকৃত্যে থাকছেন ইউরোপের বিভিন্ন রাজপরিবারের সদস্যরাও। বেলজিয়ামের রাজা ফিলিপ, রানি ম্যাথিল্ড, নেদারল্যান্ডসের রাজা উইলেম আলেকজান্ডার, তাঁর স্ত্রী রানি ম্যাক্সিমা, প্রাক্তন ডাচ কুইন প্রিন্সেস বিট্রিক্স।

থাকছেন স্পেনের রাজা ফেলিপ, রানি লেটিজিয়া। এ ছাড়াও নরওয়ে, সুইডেন, ডেনমার্কের রাজপরিবারের সদস্যদেরও থাকবে উপস্থিতি।

রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানাতে লন্ডন পৌঁছেছেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। পড়শি দেশ থেকে উপস্থিত থাকবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি রনিল বিক্রমসিংঘে।

উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমেরিকার ‘ফার্স্ট লেডি’ জিল বাইডেন।

এ ছাড়াও থাকছেন জার্মানের প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমায়ার, ইতালির প্রেসিডেন্ট সার্জিও ম্যাটারেলা ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

রানিকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকতে পারেন জাপানের সম্রাট নারুহিতো ও সম্রাজ্ঞী মাসাকো। থাকার কথা ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকেরও।

আমন্ত্রণ জানানো হয়নি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে। ইউক্রেনের উপর রাশিয়ার আগ্রাসন নিয়ে প্রথম থেকেই মস্কোর বিরোধিতা করে এসেছে ব্রিটেন। অন্যদিকে, রাশিয়ার পাশাপাশি বেলারুশ, মায়ানমারের কোনও রাষ্ট্রনেতাকেও আমন্ত্রণ জানানো হয়নি।

চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকেও আমন্ত্রণ জানানো হলেও এ নিয়ে বিভিন্ন মহলে সমালোচনা তুঙ্গে।

আরও পড়ুন : হাওড়া ডিভিশন, শুরু হচ্ছে থার্ড লাইনের কাজ, ফের দুর্ভোগের মুখে মেন ও কর্ড লাইনের নিত্যযাত্রীরা

গত ৮ সেপ্টেম্বর স্কটল্যান্ডের বালমোরাল প্রাসাদে চিরনিদ্রায় চলে যান রানি দ্বিতীয় এলিজাবেথ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর। ১০ দিনের রাষ্ট্রীয় শোক পালনের পর সোমবার তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। বর্তমানে ব্রিটেন পার্লামেন্টের ওয়েস্টমিনস্টারে অ্যাবেতে রাখা রয়েছে রানির কফিন। সেখান থেকেই বাকিংহ্যাম প্যালেস হয়ে রাজকীয় নিয়মে শেষকৃত্য সম্পন্ন হবে। প্রথা মেনে উইন্ডসর ক্যাসেলের অন্দরে ষষ্ঠ কিং জর্জের চ্যাপেলে সমাধিস্ত করা হবে ‘দ্য লংগেস্ট লিভিং কুইন’কে।

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *