Task Force at Maniktala

Vegetables Price Hike: মানিকতলা বাজারে টাস্ক ফোর্স, বিক্রেতাদের কড়া হুঁশিয়ারি দিলেন রবীন্দ্রনাথ কোলে

ইউ এন লাইভ নিউজ: শাক-সবজির আকাশ ছোঁয়া দামে ছ্যাঁকা খেতে হচ্ছে সাধারণ মানুষকে। সামান্য আলুর দাম এমন বেড়ে গিয়েছে যে শুধু আলু কিনেও বাড়ি ফেরার উপায় নেই। এমতাবস্থায় শাক-সবজির দাম ১০ দিনের মধ্যে কমানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। এই বিষয়টি দেখার জন্য টাস্ক ফোর্সকে নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। আর মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই তড়িঘড়ি বাজারগুলিতে হানা দেওয়া শুরু করেছে টাস্ক ফোর্স। বুধবার ভিআইপি ও কোলে মার্কেটের পর বৃহস্পতিবার মানিকতলা বাজারে যান টাক্স ফোর্সের কর্তারা।

টাস্ক ফোর্সের প্রধান কর্তা রবীন্দ্রনাথ কোলে টাস্ক ফোর্সের আধিকারিকদের নিয়ে মানিকতলা বাজার পরিদর্শনে যান বৃহস্পতিবার সকালে। বাজার পরিদর্শনের সময় জানান, ‘দাম কমিয়ে বিক্রি কর, এত বেশি লাভ কর না। বুড়ো বয়সে লকা-আপে থাকবে, ভালো লাগবে? কোনও কথা শুনবে না। যেমন কিনবে তেমন বিক্রি কর, অতিরিক্ত সুযোগ নিও না। বারবার বলছি, এসব করো না।’

পাশাপাশি সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে রবীন্দ্রনাথ কোলে বলেন, ‘কিছু কিছু জিনিসে পাইকারি ও খুচরো বাজারে অনেক তফাত। যেমন ঢ্যাঁড়স ওখানে বিক্রি হচ্ছে ৩২ থেকে ৩৪ টাকায়, আর এখানে বিক্রি হচ্ছে ৫০ টাকায়। আমরা বলেছি, এমনটা চলবে না, দাম কমাতে হবে। উচ্ছে, করোলাও যে দামে বিক্রি করা হচ্ছে, তা কমানো যেতে পারে।’ তিনি জানান, কোলে মার্কেটে জিনিসপত্রের আকাল রয়েছে। তবে তাঁরা আশাবাদী যে দাম কমে যাবে। সমস্ত জেলার বাজারেও এই ধরনের পদক্ষেপ করা হচ্ছে বলে জানান রবীন্দ্রনাথ কোলে।