ইউ এন লাইভ নিউজ: একমাস রমজান পালনের পর বৃহস্পতিবার ঈদের পবিত্র অনুষ্ঠান পালন হচ্ছে বাংলার বিভিন্ন স্থানে। পান্ডুয়াতে এই ঈদের অনুষ্ঠানে উপস্থিত হলেন ‘দিদি নম্বর ১’। প্রাচীন এই কাল থেকেই কলবাজারে জিটি রোডের নামাজে এলাকার কয়েক মুসলিম ধর্মপ্রান মানুষ একত্রে নামাজ পড়েন। পান্ডুয়া মারকাস মসজিদের সামনে জি টি রোডে হয় এই নামাজ।নাজাম উপলক্ষে করা পুলিশি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।হুগলি লোকসভার তৃনমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় ঈদের উৎসবে যোগ দেন।
ইদ উপলক্ষ্যে জমে উঠেেছ ভোটের প্রচার। সকাল সকাল শহরে খুশির ইদের আমেজ। এক মাস রোজার নিয়ম পালনের পর আজ খুশির ইদ। সকাল সকাল নমাজ পাঠে আল্লাহকে ধন্যবাদ জানিয়ে আনন্দে মেতে ওঠেন মুসলিম ধর্মালম্বিরা। তাঁদের আনন্দ উৎসবে সামিল হন হিন্দুরাও। এটাই ভারতের ঐতিহ্য। সেই ঐতিহ্য মেনেই গোটা দেশে আজ খুশির ইদ পালিত হচ্ছে।
আর সামনেই যেহেতু লোকসভা ভোট সেহেতু সকলেই এই সুযোগে ভোেটর প্রচারও সেরে নিচ্ছেন। সকালে রেডরোেড ইদের সমাবেশে হাজির হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইদের শুেভচ্ছা জানানোর পাশাপাশি ভোটের প্রচারও সেরেেছন তিনি। এক কথায় আজ ইদের উৎসব আর ভোটের রাজনীতি মিলেমিশে গিয়েছে। সকাল থেকেই গোটা রাজ্যের বিভিন্ন প্রান্তে রাজনৈতিক দলের প্রার্থীরা ভোট প্রচারে নেমে পড়েছেন।
Leave a Reply