ভ্রমণ ডেস্ক: শ্বেতশুভ্র বরফের চাদরে মোড়া রেলস্টেশন। ঠিক যেন স্বর্গ। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বুধবার টুইটারে এমনই একটি ছবি শেয়ার করেছেন। ছবি গুলিতে দেখা যাচ্ছে, চারিদিকে পাহাড়, বিস্তৃত বরফের চাদর মোড়া রেলস্টেশন, সেখান দিয়েই ছুটছে ট্রেন। ছবি শেয়ার করার পরের মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। রেলমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষদের কাছ থেকে জানতে চান এটি কোন স্টেশন?
অনেকেই নানা কমেন্ট করে আন্দাজ করেছেন, যে জায়গাটি কোথায়। কেউ কেউ কমেন্ট করেছেন, জায়গাটি জম্মু ও কাশ্মীরের কোন একটি রেলস্টেশন। অন্য একজন ব্যবহারকারী অনুমান করেছেন এটি নেপালের কোন রেলস্টেশন। এদিকে, পরিবেশবিদ সিদ্ধার্থ বাকারিয়া কমেন্ট করেছেন, “জম্মু ও কাশ্মীরের কাজিগুন্ড রেলওয়ে স্টেশন”। অন্য একজন লিখেছেন “বাহ, খুব সুন্দর একটা রেলস্টেশন। পৃথিবীতে সত্যিকরের স্বর্গ,”।
শেয়ার করার পর থেকে ছবিগুলি ১১ লক্ষের বেশি ভিউ পেয়েছে এবং সংখ্যাগুলি দ্রুত বাড়ছে। ২৭ হাজারেরও বেশি লাইকের পাশাপাশি রিটুইটের বন্যা বইতে শুরু করে পোস্টটিতে।
Leave a Reply