Kolkata Rain

Weather Report: উত্তরবঙ্গে বাড়তে পারে বৃষ্টি, সপ্তাহান্তে হালকা বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে

ইউ এন লাইভ নিউজ: উত্তরবঙ্গে বেড়েই চলেছে বৃষ্টির প্রকোপ। ইতিমধ্যে আবহাওয়া দফতর থেকে লাল সতর্কতা জারি করা হয়েছে উত্তরবঙ্গে। গত সপ্তাহে একটানা কয়েকদিন দক্ষিণের জেলাগুলিতে বর্ষার দাপট ছিল। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতাতে দেখা যায়নি বৃষ্টির বিন্দুমাত্র। যদিও উত্তরবঙ্গের দুর্যোগ আরও বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের একাধিক জেলা বিশেষত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বুধবার রাজ্যের চার বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, ভোটের দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবার থেকে বাড়বে বৃষ্টি। বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত কলকাতা সহ দক্ষিণের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার অর্থাৎ ১০ জুলাই থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। স্থানীয়ভাবে পশ্চিমের জেলাগুলিতে দু এক পসলা বৃষ্টি হতে পারে। বুধবার সকালের দিকে আংশিক মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়তেই ওঠে চড়া রোদ। এদিন দুপুর কিংবা বিকেলের দিকে মহানগরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আবহাওয়া দফতরের পক্ষ থেকে।

বুধবার কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ২৮ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। বুধবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.৯ ডিগ্রি বেশি। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১.২ ডিগ্রি সেলসিয়াস কম। উত্তরবঙ্গে দুর্যোগের পূর্বাভাস থেকেই যাচ্ছে। বুধবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ আরও বাড়তে পারে। প্রবল বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায়। সংশ্লিষ্ট জেলাগুলিতে ২০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে শনিবার পর্যন্ত কালিম্পং, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।