ইউ এন লাইভ নিউজ ডেস্ক: বিগত দু-দিন ধরে কিছুটা শীত উপভোগ করছে দক্ষিণের মানুষ। বেশ খানিকটা কমেছে তাপমাত্রার পারদ। পুরুলিয়াবাসীরাও শীতের আমেজ যথেষ্ট উপভোগ করতে পারছেন। বিশেষ করে রাতের দিকে ঠাণ্ডার কামড় উপভোগ করতে পারছেন পুরুলিয়াবাসী। এর মধ্যেই নতুন আপডেট দিল আবহাওয়া অফিস। আগামী তিন থেকে চার দিন আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ, জানাচ্ছেন আবহবিদরা। বৃহস্পতিবার থেকে ফের একবার বাড়বে তাপমাত্রার পারদ। নতুন করে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে ১০ জানুয়ারি থেকে। এই সপ্তাহে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টি এবং উত্তরবঙ্গে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
শুক্রবার থেকে রবিবার বৃষ্টিপাত হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। শুক্র ও শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা সব থেকে বেশি হতে চলেছে। জানা গিয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার সংঘাতে হতে পারে এই বৃষ্টিপাত। অপরদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রার পারদ ক্রমশ নিম্নমুখী হচ্ছে। চলতি সপ্তাহে দার্জিলিং -এ বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
হাওয়া অফিসের দাবি, আগামী ১০ জানুয়ারি থেকে ফের একবার শীতের নয়া ইনিংস শুরু হতে চলেছে বলে জানা যাচ্ছে। গত বছর ডিসেম্বর মাসে দশ দিন শীতের স্পেল ছিল। চলতি বছর জানুয়ারি মাসের ১০ তারিখের পর থেকে ফের একবার দক্ষিণবঙ্গে কমবে তাপমাত্রার পারদ।
Leave a Reply