ইউ এন লাইভ নিউজ: লোকসভা ভোটের শুরুতেই ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে। জাতীয় নির্বাচন কমিশনেই সিদ্ধান্ত অনুযায়ী ডিজি পদে থেকে রাজীব কুমারকে সরিয়ে দিয়ে তার জায়গায় বসানো হয় সঞ্জয় মুখার্জিকে। গত সোমবার অর্থাৎ ১৫ জুলাই নবান্ন সূত্রে জানানো হয়, রাজীব কুমার তথ্য প্রযুক্তি দফতরের অতিরিক্ত মুখ্যসচিবের সাথে সাথে রাজ্যের ডিজির অতিরিক্ত দায়িত্ব নেবেন। অন্যদিকে সঞ্জয় মুখার্জিকে পাঠানো হয় দমকল দফতরের ডিজি হিসাবে। তবে পদের এই বদল ঠিক কবে হবে তা এখনও স্পষ্ট করে জানা যায়নি।
লোকসভা ২০২৪ এর ভোট পর্ব মিটতেই রাজ্যের ডিজি পদে ফেরানো হল রাজীব কুমারকে। নির্বাচন কমিশন দ্বারা নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী ভোটের সময় রাজীব কুমারকে বদলি করা হয়। কিন্তু বদলের পর থেকেই জল্পনা তৈরী হয়েছিল, ভোট মিটলেই তিনি আবার নিজের পদে ফায়ার আসবেন, আর সেই জল্পনাই সত্য হলো ১৫ জুলাই অর্থাৎ সোমবার। ভোটের সময়কাল থেকে ডিজি পদ থেকে বদলি করে তাঁকে রাজ্যের তথ্যপ্রযুক্তি দফতরের সচিবের দায়িত্ব দেওয়া হয়।
প্রশাসনিক সূত্রের বক্তব্য, রাজীবই যে ডিজি পদে ফিরবেন, তা মোটামুটি স্পষ্টই ছিল। তার প্রস্তুতিও আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল। সম্প্রতি উত্তরবঙ্গ সফরে গিয়েছেন রাজীব। তাঁর ঘনিষ্ঠ মহলের বক্তব্য, এটি তাঁর ‘ব্যক্তিগত সফর’। কিন্তু পুলিশ মহলের একাংশের মত, ভোটের পর থেকেই কোচবিহারের দিনহাটা, তুফানগঞ্জ থেকে উত্তর দিনাজপুরের চোপড়া এবং ইসলামপুর— একাধিক জায়গায় গোলমাল ও হিংসার ঘটনা সাড়া ফেলেছে রাজ্যে। ডিজি পদে ফেরার আগে উত্তরবঙ্গের বিভিন্ন জেলার সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে খোঁজখবর করতে গিয়েছেন তিনি।
Leave a Reply