নিউজ ডেস্ক : অবশেষে ৩০ বছর পর রাজীব গান্ধী হত্যা মামলায় বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রাক্তন প্রধানমন্ত্রী হত্যা মামলায় সাজাপ্রাপ্ত ৬ আসামিকে মুক্তি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের পক্ষ থেকে। বিচারপতি বিআর গাভাই এবং বিভি নাগারথনার একটি বেঞ্চ, নলিনী শ্রীহর, রবার্ট পেস, রবিচন্দ্রন, রাজা, শ্রীহরন এবং জয়কুমারকে মুক্তি দেওয়ার নির্দেশ দিয়েছেন।
শুক্রবার সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে, তামিলনাড়ু সরকার সমস্ত দোষীদের মুক্তির সুপারিশ করেছে, কিন্তু তাতে রাজ্যপাল কোনো পদক্ষেপ গ্রহণ করেননি। বেঞ্চের তরফে আরও জানানো হয়েছে, অভিযুক্তরা তিন দশকেরও বেশি সময় জেলে কাটিয়েছে এবং কারাগারে তাদের আচরণও যথেষ্ট ভালো ছিল। সমস্ত দিক বিচার করেই দোষীদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন : Paresh Adhikari: দ্বিতীয়বার ইডির তলব, সিজিও কমপ্লেক্সে হাজির পরেশ সহ অঙ্কিতা
গত অগস্ট মাসে মাদ্রাজ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন রাজীব গান্ধী হত্যার দোষী সাব্যস্ত এস নলিনী। সেই মামলার শুনানিতেই বড় সিদ্ধান্ত গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। দোষী এজি পেরারিভালানের মুক্তির নির্দেশের ভিত্তিতেই বাকি ৬ আসামীর মুক্তি দেওয়া হয়েছে।
রাজীব গান্ধী হত্যা মামলায় আসামীদের মুক্তির পর কার্তি চিদাম্বরম জানিয়েছেন, ‘আইনের নীতি সবার ক্ষেত্রে একই হওয়া উচিত। আইন অনুমতি দিলে কোনো সমস্যা হওয়ার কথা নয়। কিন্তু সবার ওপর সেই আইন সমানভাবে প্রয়োগ করতে হবে। মুক্তি পেতেই উদযাপন শুরু করা উচিৎ হবেনা।’
Leave a Reply