৩১ বছরের বন্দি জীবন শেষ, জানেন কার?

নিউজ ডেস্ক : ৩১ বছর পর জেল থেকে মুক্তি পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত নলিনী শ্রীহরণ। শনিবার সমস্ত অফিসিয়াল প্রক্রিয়া শেষ করে ভেলোর জেল থেকে বেরিয়েছেন নলিনী শ্রীহরন। তবে রাজীব গান্ধীকে হত্যা মামলার ছয় আসামীকে মুক্তির এই সিদ্ধান্তকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছে কংগ্রেস।

জেল থেকে মুক্তি পেতেই নলিনী শ্রীহরণ জানিয়েছেন, ‘আমি সন্ত্রাসী নই, গত ৩১ বছর ধরে সংগ্রাম করছিলাম, আজ তা শেষ।’ যদিও অনেক আগেই এই ঘটনায় নলিনী শ্রীহরণকে ক্ষমা করে দিয়েছেন সনিয়া গান্ধী। দুই মাসের অন্তঃসত্ত্বা থাকাকালীন সাজা পান নলিনী। এরপরই সনিয়া গান্ধী জেলে তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে জানান, ‘আমি কীভাবে এই শিশুটিকে দোষ দেব, যে এখনও পৃথিবীতে আসেনি, তাই ক্ষমা করে দিয়েছি।’

আরও পড়ুন : Bipasha Karan Baby: বিপাশা-করণের কোল আলো করে এল ফুটফুটে একরত্তি `দেবী’

শুক্রবার সুপ্রিম কোর্ট প্রাক্তন প্রধানমন্ত্রী হত্যা মামলায় ছয় আসামীকে মুক্তি দেওয়ার নির্দেশ দেয়। যেহেতু অভিযুক্তরা তিন দশকেরও বেশি সময় জেলে কাটিয়েছে এবং কারাগারে তাদের আচরণও যথেষ্ট ভালো ছিল, তাই সমস্ত দিক বিচার করেই দোষীদের মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছে শীর্ষ আদালত।

আরও পড়ুন : বিশ্বের সর্বোচ্চ ভোটকেন্দ্র তাশিগাং-এ উৎসবের আমেজ