বিজেপির আমলে উত্তর-পূর্ব ভারতে জঙ্গি কার্যকলাপ কমেছে, দাবি রাজনাথের

নিউজ ডেস্ক : স্বাধীনতার পর থেকেই সীমান্তবর্তী অসম এবং উত্তর-পূর্ব ভারত নানান সমস্যায় জর্জরিত। জঙ্গি হামলা ছাড়াও মাদক পাচার, বর্ণবাদ, দীর্ঘস্থায়ী পর্যটন পরিকাঠামোর অভাব, রাজনৈতিক সমস্যার সমাধানের পথ এখনও দুর্গম। সমস্যা মেটাতে এবার আলোচনা পর্বের আয়োজন করা হয় দিল্লিতে। দু’দিনের এই কনক্লেভে অংশ গ্রহণ করেছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংও। জঙ্গি কার্যকলাপ নিয়েও বড় ঘোষণা করেছেন তিনি।

কনক্লেভ ২০২২-এর আয়োজন করা হয়েছে অসমের প্রতিদিন মিডিয়া নেটওয়ার্কের পক্ষ থেকে। প্রতিদিন মিডিয়া গ্রুপের সভাপতি জয়ন্ত বড়ুয়া কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীকে অনুষ্ঠানে স্বাগত জানান। প্রতিরক্ষা মন্ত্রীর হাত ধরেই উদ্বোধন হয় এই অনুষ্ঠানের। অসম এবং উত্তর-পূর্ব ভারতের সমস্যাগুলি তুলে ধরতে এবং জাতীয় রাজধানীর পাওয়ার করিডোরে সেগুলির উপর অর্থপূর্ণ আলোচনা করাই এই অনুষ্ঠানের লক্ষ্য।

অনুষ্ঠানে অংশ গ্রহণ করে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, উত্তর-পূর্বকে উন্নয়নের দিক থেকে গোটা দেশ থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে, যা দেশের পক্ষে খারাপ। তবে বিজেপি ক্ষমতায় আসার পর জঙ্গিবাদ নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং সন্ত্রাসদমনে আইন তৈরি করা হয়েছে বলে তাঁর দাবি। বর্তমানে এলাকার শৃঙ্খলা পরিস্থিতিরও অনেক উন্নতি হয়েছে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন : পাচারের প্রয়োজন নেই, গরু উৎপাদনে আত্মনির্ভর বাংলাদেশ, দাবি মন্ত্রীর

About Unlive

Check Also

ranji trophy

Ranji Trophy: রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র! ইশান পোড়েলের দুরন্ত বোলিং নিল ৬ উইকেট

ইউ এন লাইভ নিউজ: প্রত‍্যাশিত ভাবেই রঞ্জি ট্রফির বাংলা – কেরল ম‍্যাচ ড্র হয়ে গেল। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *