ইউ এন লাইভ নিউজ ডেস্ক: এক শতাব্দি ধরে চলা আইনি টানাপোড়েন, তিন বছর ধরে দিন-রাত করে নির্মাণ, সর্বোপরি ৫০০ বছরের বন্দিদশা থেকে অবশেষে মিলল মুক্তি। অযোধ্যায় রাজকীয় সাজে উদ্বোধন হল রাম মন্দিরের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। জন্মভূমিতে স্বসম্মানে বিরাজমান ভগবান রাম। গর্ভগৃহের অন্দরে বেজে উঠল সিঙা। সানাইয়ের সুরে ধ্বনিত হল ‘রঘুপতি রাঘব রাজা রাম’।
২২ জানুয়ারি, ২০২৪। দিনটি ভারতের ইতিহাসে এবার থেকে স্বর্ণখচিত হয়ে রইল। রামনগরী অযোধ্যায়, সরযূ নদীর তীরে প্রাণ প্রতিষ্ঠা হল রামলালার। ভক্তি আর আবেগে ভাসল গোটা দেশ। বেলা ঠিক ১২টা বেজে ২০ মিনিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত দিয়ে শুরু হয় অনুষ্ঠান। ৮৪ সেকেন্ড ধরে চলে প্রাণ প্রতিষ্ঠার পবিত্র মুহূর্ত। প্রধান যজমানের ভূমিকায় নরেন্দ্র মোদি। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে অংশ নেন ১৪ জন যজমান দম্পতি।
এদিনের অনুষ্ঠানে রাম মন্দিরের গর্ভগৃহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেই উপস্থিত ছিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। তারকাখচিত অযোধ্যায় রয়েছেন সস্ত্রীক মকেশ আম্বানি, বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর, অনীল কুম্বলে, রূণবীর কপুর ও আলিয়া ভট্ট, ভিকি কৌশল ও কাটরিনা কাইফ, অনুপম খের, কঙ্গনা রানাউত সহ অন্যরা।
কিন্তু কী এই প্রাণ প্রতিষ্ঠা?
প্রাণ প্রতিষ্ঠা হল সরল জীবনের সঙ্গে একটি মূর্তিকে অভিহিত করা, বেদ-পুরান থেকে প্রাপ্ত জটিল আচার অনুষ্ঠানগুলির একটি সিরিজকে অন্তর্ভুক্ত করে, তার প্রত্যেকটিই অনন্য তাৎপর্য বহন করে। এর একটি গুরুত্বপূর্ণ প্রাথমিক পর্যায় হল শোভাযাত্রা, যেখানে মূর্তিকে নিয়ে মন্দিরের আশপাশে প্রদক্ষিণ করা হয়। এটি করার সঙ্গে সঙ্গে ঐশ্বরিক শক্তি ও ভক্তির দ্বারা প্রভাবিত হয়ে দর্শকদের ভক্তি সেখানে স্থানান্তরিত হয় বলে মনে করা হয়। এটি দেবতার প্রতিমায় রূপান্তরের সূচনাকে চিহ্নিত করে। এরপর মন্দিরে মূর্তির প্রত্যাবর্তনের পরে প্রাণপ্রতিষ্ঠা অনুষ্ঠান শুরু হয়।